উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
Jayantanth (আলোচনা | অবদান)
৪৬৩ নং লাইন:
{{মন্তব্য}}{{ping|আফতাবুজ্জামান}}, বিষয়টি জানার পরে খুবই খারাপ লাগছে। আমি নিজে অনলাইন আলোচনায় উপস্থিত ছিলাম (সম্পূর্ণ সময়ের জন্য নয়)। এটি শুরু হয়েছিল “দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা” হিসাবে। আমি “দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)”-এ উপস্থিত ছিলাম। ... আলোচনার অভিজ্ঞতা জানাতে চাই, তবে আমি একজন উইকিপিডিয়ান হিসাবে বক্তব্য রাখছি। ... আমি কোন সম্প্রদায় বা চ্যাপ্টারের প্রতিনিধি না। ... আলোচনা শুরুর পূর্বে ''wikipedia-bn@lists.wikimedia.org'' এর মাধ্যমে ''ZI Jony'' এর মেল পাই। আমি প্রথমে কোন সন্দেহ জনক কিছু বুঝিনি। আমি স্বাভাবিক ভাবেই আলোচনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মূলত আমি আলোচনা শুনতে চেয়েছিলাম। ভারত থেকে আলোচনায় আমি এবং [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] (রাজীব দা) উপস্থিত ছিলাম। উপস্থিত বেশির ভাগ উইকিপিডিয়ান ''নতুন ব্যবহারকারী'' ছিলেন। তাদের বেশির ভাগই মতামত জানানোর পরিবর্তে আলোচনা শুনতে আগ্রহী ছিলেন, যা স্বাভাবিক। তবে সেখানে আমার বক্তব্য চাওয়া হলে আমি জানাই যে ''আমি বাংলাদেশ উইকিমিডিয়া চ্যাপ্টারের কেউ নই, ফলে বক্তব্য দেওয়ার কিছু নেই (প্রথমে আমি জানতাম বাংলাদেশ উইকিমিডিয়া চ্যাপ্টার থেকে আলোচনা আয়োজন করা হয়েছে)। কিন্তু জানানো হয় কোন সমস্যা নেই সকলেই বক্তব্য রাখতে পারবেন।'' আলোচনাতে দক্ষিণ এশিয়া হাবের কথা বলা হয়। আমি তখন জানতে চেয়েছিলাম '''দক্ষিণ এশিয়ার স্বীকৃত সম্প্রদায় সংগঠনগুলিকে পাশ কাটিয়ে কি ফাউন্ডেশন নতুন কোন সংগঠনকে স্বীকৃতি প্রদান করবে?''' এর কোন সরাসরি উত্তর পাইনি, তবে জানানো হয় ফাউন্ডেশন বিশ্বজুড়ে ''বিভিন্ন হাব'' গঠনের কথা ভাবছে। তখন জানতে চাই '''''হাব'' গঠিত হলে সম্প্রদায়ের কি হবে?''' সে ক্ষেত্রে কোন উত্তর পাই নি। পুরো আলোচনাই ধোঁয়াশা পূর্ণ ছিল। আর অলোচনা (২৬ নভেম্বর ও ২৭ নভেম্বর) থেকে সেই অর্থে কোন সিদ্ধান্তই উঠে আসেনি। ......
 
আলোচনা শেষে ''দক্ষিণ এশিয়া হাব'' ও ''দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্ক'' নিয়ে আর কোন উচ্চবাক্য শুনতে পাইনি। ... এর পরে [[meta:Grants:Project/Rapid/Marajozkee/South Asia Regional Virtual Prioritization Workshops |অনুদানের]] বিষয়টি জানতে পারি সামাজিক মাধ্যমে। আলোচনাসভায় সকলে বক্তব্য থেকে বুঝতে পারছি, দুই বাংলার কেউই অনুদানের বিষয়ে অবগত নন।
 
আর অভিযোগের বিপক্ষে একটি ব্যক্তব্য রেখেছেন [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] (রাজীব দা), তবে ইংরেজিতে। তাঁর আর কোন বক্তব্য দেখছি না। আর হ্যাঁ, বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় বাংলা ভাষায় বক্তব্য রাখা উচিত। ... আলোচনা এখনো বন্ধ হয়নি, ফলে তিনি যদি মনে করেন 'তিনি কোন ভুল বা খারাপ উদ্দেশ্যে কোন কাজ (অনুদান) করেনি, ত হলে তা আলোচনাসভায় উল্লেখ করলে ভালো হয়। সকলকে আশ্বস্ত করুন। নতুবা বাংলা উইকিপিডিয়ায় আলোচনার মাধ্যমে হয়তো কোন সিদ্ধান্ত নেওয়া হবে।
 
আর হ্যাঁ, আলোচনার জন্য অনুদানের অর্থ মূল্য সত্যই অবাস্তব রকমের। ... আমি '''পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ে''' বেশ কিছু অফলাইন আলোচনায় উপস্থিত থাকার কারণে দেখেছি সেখানে কি ভাবে ন্যূনতম খরচে কাজ করা হয়। সেখানে বিশ্বজুড়ে মানুষের থেকে সংগ্রহ করা অর্থ থেকে পাওয়া অনুদানকে সঠিক ব্যবহারের মাধ্যমে মর্যাদা প্রদান করা হয়। অবাস্তব রকমের কিছু করা হয় না। আর আমি সকল বাংলা উইকিপিডিয়ানদের কাছে জানাতে চাই - বিশ্বজুড়ে কিছু মানুষ মুক্ত জ্ঞানকে সমর্থন করার জন্য ফাউন্ডেশনকে অর্থ প্রদান করে, আর সেই অর্থ ফাউন্ডেশন সম্প্রদায় বা চ্যাপ্টার বা কোন ব্যক্তিকে প্রদান করে মুক্ত জ্ঞানকে সম্প্রসারিত করতে। ফলে এমন এক মহৎ উদ্দেশের কার্যক্রমের মধ্যে অসৎ উদ্দেশ্য থেকে দূরে থাকুন। ----[[ব্যবহারকারী:খাঁ শুভেন্দু|খাঁ শুভেন্দু]] ([[ব্যবহারকারী আলাপ:খাঁ শুভেন্দু|আলাপ]]) ০৮:৩২, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
 
 
{{মন্তব্য}} রাজীব দাদাকে ওইভাবে ঠিক চিনি না। আমি উইকিতে সম্পদনার সূত্র ধরে ZI Jony কে অনলাইনে চিনতাম। আলোচনা শুরুর পূর্বে ''wikipedia-bn@lists.wikimedia.org'' এর মাধ্যমে ''ZI Jony'' এর মেইল পেয়ে আগ্রহী হই আলোচনাতে যুক্ত হওয়ার। কিন্তু প্রথম দিকের দুটি অথবা একটি আলোচনায় সময়ের কারণে আর যুক্ত হতে পারি নাই,, পরের একটি আলোচনায় যুক্ত হয়ে আমি বিষয় ও আলোচনার মূল কিছুই পাইনি। এটি সম্ভবত আমি বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের সম্পর্কে বেসিক জ্ঞান না থাকায় হয়তো এমনটি হতে পারে বা আমি পূর্বের আলোচনায় না থাকাতে হয়েছে। যাইহোক চুপচাপ ঘণ্টখানেক আলোচনা কিছুক্ষণ শুনলাম। তারপরের তারিখের আলোচনাগুলোতে আর যুক্ত হতে পারিনি। কিন্তু ওই আলোচনার সূত্রে এমন লঙ্কাকাণ্ড ঘটেছে যা দেখে খুবই খারাপ লাগছে। এখানে এসেছি স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে কাজ করতে। অর্থনৈতিক বা অন্য কোনো সুবিধা নেয়ার জন্যে নয়। কিন্তু পুরোনো উইকিপিডিয়ানরা নতুনদের আবেগকে কাজে লাগিয়ে এমন কাণ্ড করতে পারেন তা সত্যিই বেদনাদায়ক। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। --[[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]]) • ১১:৪৬, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)