উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
৪৬৬ নং লাইন:
 
আর হ্যাঁ, আলোচনার জন্য অনুদানের অর্থ মূল্য সত্যই অবাস্তব রকমের। ... আমি '''পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ে''' বেশ কিছু অফলাইন আলোচনায় উপস্থিত থাকার কারণে দেখেছি সেখানে কি ভাবে ন্যূনতম খরচে কাজ করা হয়। সেখানে বিশ্বজুড়ে মানুষের থেকে সংগ্রহ করা অর্থ থেকে পাওয়া অনুদানকে সঠিক ব্যবহারের মাধ্যমে মর্যাদা করা হয়। অবাস্তব রকমের কিছু করা হয় না। আর আমি সকল বাংলা উইকিপিডিয়ানদের কাছে জানাতে চাই - বিশ্বজুড়ে কিছু মানুষ মুক্ত জ্ঞানকে সমর্থন করার জন্য ফাউন্ডেশনকে অর্থ প্রদান করে, আর সেই অর্থ ফাউন্ডেশন সম্প্রদায় বা চ্যাপ্টার বা কোন ব্যক্তিকে প্রদান করে মুক্ত জ্ঞানকে সম্প্রসারিত করতে। ফলে এমন এক মহৎ উদ্দেশের কার্যক্রমের মধ্যে অসৎ উদ্দেশ্য থেকে দূরে থাকুন। ----[[ব্যবহারকারী:খাঁ শুভেন্দু|খাঁ শুভেন্দু]] ([[ব্যবহারকারী আলাপ:খাঁ শুভেন্দু|আলাপ]]) ০৮:৩২, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
 
 
{{মন্তব্য}} রাজীব দাদাকে ওইভাবে ঠিক চিনি না। আমি উইকিতে সম্পদনার সূত্র ধরে ZI Jony কে অনলাইনে চিনতাম। আলোচনা শুরুর পূর্বে ''wikipedia-bn@lists.wikimedia.org'' এর মাধ্যমে ''ZI Jony'' এর মেইল পেয়ে আগ্রহী হই আলোচনাতে যুক্ত হওয়ার। কিন্তু প্রথম দিকের দুটি অথবা একটি আলোচনায় সময়ের কারণে আর যুক্ত হতে পারি নাই,, পরের একটি আলোচনায় যুক্ত হয়ে আমি বিষয় ও আলোচনার মূল কিছুই পাইনি। এটি সম্ভবত আমি বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনের সম্পর্কে বেসিক জ্ঞান না থাকায় হয়তো এমনটি হতে পারে বা আমি পূর্বের আলোচনায় না থাকাতে হয়েছে। যাইহোক চুপচাপ ঘণ্টখানেক আলোচনা কিছুক্ষণ শুনলাম। তারপরের তারিখের আলোচনাগুলোতে আর যুক্ত হতে পারিনি। কিন্তু ওই আলোচনার সূত্রে এমন লঙ্কাকাণ্ড ঘটেছে যা দেখে খুবই খারাপ লাগছে। এখানে এসেছি স্বেচ্ছায় নিঃস্বার্থভাবে কাজ করতে। অর্থনৈতিক বা অন্য কোনো সুবিধা নেয়ার জন্যে নয়। কিন্তু পুরোনো উইকিপিডিয়ানরা নতুনদের আবেগকে কাজে লাগিয়ে এমন কাণ্ড করতে পারেন তা সত্যিই বেদনাদায়ক। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত। --[[ব্যবহারকারী:DelwarHossain|<span style="font-weight: bold; background-color: #B30C17; color: #ffffff;">দেলোয়ার</span>]] ([[ব্যবহারকারী আলাপ:DelwarHossain|<span style="color:forestgreen">✉</span>]]) • ১১:৪৬, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)