উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৫১ নং লাইন:
::{{মন্তব্য}}{{ping|আফতাবুজ্জামান}}, আলোচনাটি সম্বন্ধে আমাকে অবগত করার জন্য ধন্যবাদ। প্রথমেই পরিষ্কার ভাবে বলে রাখি, আমি এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন বাংলা উইকিমিডিয়া স্বেচ্ছাসেবী হিসেবে বক্তব্য রাখব। আমার বক্তব্য [[:meta:West Bengal Wikimedians|পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের]] আনুষ্ঠানিক বক্তব্য নয়। বর্তমানে আমি যেখানে চুক্তিভিত্তিক ভাবে আংশিক সময়ের জন্য পরামর্শদাতা ও উইকিউপাত্ত সমন্বয়কারী হিসেবে যুক্ত, সেই [[:meta:CIS-A2K|এ২কে]] দলের সঙ্গেও এই বক্তব্যের কোন সম্পর্ক নেই। উইকিমিডিয়া কৌশলের কার্যকরী দল বা ওয়ার্কিং গ্রুপে আমার অতীতের ভূমিকা আমার বক্তব্যে প্রভাব ফেলবে না।
 
::যে সকল ফান্ড নিয়ে কথা উঠেছে, তাতে আসার আগে প্রথমে আমি পুরো ব্যাপারে আমার ব্যক্তিগত অনুভূতি একটু বলি। এই কথা অস্বীকার করতে কোন সংকোচ নেই, যে যখন [[ব্যবহারকারী:ZI Jony|ZI Jony]] এবং [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] হঠাৎ কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়াই সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিভূ হিসেবে নিজেকে উপস্থাপিত করতে শুরু করেন, তখন আমি ব্যক্তিগতভাবে অবাকই হয়েছিলাম, বিশেষ করে ৩০শে অক্টোবর [[:meta:South Asia Movement Strategy Call|দক্ষিণ এশিয়া আন্দোলন কৌশল কলে]] [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] কারোর সঙ্গে কোন পূর্ব আলোচনা না করে আগ বাড়িয়ে দক্ষিণ এশিয়ার হাবের ব্যাপারটি এমন ভাবে পাড়েন, যেন উনি এটির প্রতিষ্ঠাতা বা এই চিন্তা ওনারই মস্তিষ্কপ্রসূত, তখন ওই মিটিংয়ে উপস্থিত বেশ কয়েকজনের অভিজ্ঞতার কথা শুনতে গিয়ে তাঁদের কাছ থেকে অত্যন্ত বিরক্তির আভাষ পেয়েছিলাম। পরে যখন [[উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২০/৯-১২#দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল|সমগ্র দক্ষিণ এশিয়ার]] নাম করে ওনারা একটি অনলাইন কলের ডাক দেন, তখন আরও আশ্চর্য হই। দক্ষিণ এশিয়া তো অনেক বড় জায়গা আর তাতে তো প্রচুর উইকিমিডিয়া সম্প্রদায়,ইউজার গ্রুপ আর একটি চ্যাপ্টার আছে। তারা কোথায় আর এঁদেরকে কেই বা পুরো অঞ্চলের দায়িত্ব দিল? এরপর প্রতিবেদন পড়ে আরও হতবাক। প্রতিবেদন বেরিয়েছে উইকিমিডিয়া বাংলাদেশের নামে। তখন আমার মনে হয়, হয়তো বা উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে [[ব্যবহারকারী:ZI Jony|ZI Jony]] কে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] কেন? সাধারণত এর আগে আমরা [[ব্যবহারকারী:NahidSultan|নাহিদ]] বা [[ব্যবহারকারী:Tarunno|শাবাবকে]] উইকিমিডিয়া কৌশলে বাংলাদেশ থেকে নেতৃত্ব দিতে দেখেছি এবং এনারা পোড় খাওয়া অভিজ্ঞ উইকিমিডিয়ান, হঠাৎ কৌশলের এত গুরুত্বপূর্ণ সময়ে নতুন অনভিজ্ঞ মুখ কেন? আর মিটিংয়ের ডাক দেওয়া হল দক্ষিণ এশিয়ার নামে আর প্রতিবেদন বেরোল উইকিমিডিয়া বাংলাদেশের নামে কেন? এরপর [[:meta:Talk:Wikimedia 2030/Transition/Reports/Bangla Wikipedia Community#Regarding "name of the group": Wikimedia Bangladesh|অংকনের এই মন্তব্য]] পড়লাম এবং তড়িঘড়ি [[https://meta.wikimedia.org/w/index.php?title=Wikimedia_2030/Transition/Reports/Bangla_Wikipedia_Community&diff=20725913&oldid=20725776 এই ভোলবদল]] দেখলাম, তখন পুরো ধোঁয়াশা পরিষ্কার হল। কিন্তু তাহলে বাংলা উইকি কেন? উইকিসংকলন, উইকিভ্রমণ ইত্যাদি থেকে তো কেউ এই মিটিংয়ে যোগ দেয়নি, তাহলে পুরো উইকির দায়িত্ব এঁদের কে দিল? তখন অত্যন্ত বিরক্তি সহকারে বাংলা উইকি থেকে বাংলা উইকিপিডিয়াতে ওনার প্রতিবেদনের নাম [https://meta.wikimedia.org/w/index.php?title=Wikimedia_2030%2FTransition%2FReports%2FBangla_Wikipedia_Community&type=revision&diff=20726068&oldid=20725913 পরিবর্তন করলামকরতে বাধ্য হলাম]। এর থেকে একটা ব্যাপারে নিশ্চিত হলাম, যে এনারা কি ভাবে এত গুরত্বপূর্ণ বিষয়ে কি ভাবে কাজ করতে হয় সে সম্বন্ধে বিন্দুমাত্র জানেন না এবং দক্ষিণ এশিয়া তথা বাংলার অভিজ্ঞ উইকিমিডিয়ানদের ও অ্যাফিলিয়েটদের সঙ্গে আলোচনা করার কোন প্রয়োজনীয়তা অনুভব না করে সকলের নেতা হতে গিয়ে কোন কিছু না জেনে এগিয়ে পড়েছেন।
 
::যাই হোক, এর পর গ্রান্টের ব্যাপারে আসি। [[ব্যবহারকারী:Marajozkee|Marajozkee]] যে [[:meta:Grants:Project/Rapid/Marajozkee/South Asia Regional Virtual Prioritization Workshops|এই গ্রান্ট আবেদন]] করেছেন, এই ব্যাপারে কিছুদিন আগে পর্যন্ত আমি একদমই অবগত ছিলাম না। আমি পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিজ্ঞ উইকিমিডিয়ানদের সাথে কথা বলে বুঝলাম যে তাঁরাও কিছু জানতেন না। [[ব্যবহারকারী:Tarunno|শাবাবের]] বক্তব্য পড়ে বুঝলাম, তিনি খুব সম্প্রতিই এই আবেদন দেখেছেন। তিনি জানতেন না মানে ধরে নিচ্ছি উইকিমিডিয়া বাংলাদেশ ও বাংলাদেশে সম্প্রদায়ের অভিজ্ঞ উইকিমিডিয়ানরাও কিছু জানতেন না। কিন্তু আবেদনে লেখা আছে, “I had have discussed with community leaders in the region to involve the community in selecting flexible dates and encourage their community members to attend the workshop.” কারা এই কমিউনিটি লিডার? তার ওপর গ্রান্ট আবেদনে তিনি নিজেই নিজেকে faciliator নিয়োগ করে নিজের জন্য ৪০০ ডলার বরাদ্দ করেছেন। বাংলাদেশ ও নেপালে উইকিমিডিয়া কৌশল সম্বন্ধে অভিজ্ঞ বেশ কয়েকজন উইকিমিডিয়ান আছেন। তাঁদের বাদ দিয়ে ওনার মত একজন নতুন অনভিজ্ঞ ব্যক্তি এই দায়িত্ব নিলেন কেন? তার ওপর কয়েক ঘণ্টার কলের জন্য ৪০০ ডলারের মত এত বেশি ভাড়া কেন? অনুবাদক আর ডকুমেন্টশনের জন্য আরও ৮০০ ডলার এবং সমন্বয়ের জন্য ২০০ ডলারই বা কেন? এবং সেগুলো কে করল, কি ভাবে করল, নথি কোথায়? কিছুই পরিষ্কার নয় আমার কাছে। কয়েক ঘণ্টার ইন্টারনেটের জন্য ভারতে, বাংলাদেশে বা নেপালে ১০ ডলার লাগে বলে তো কোনদিন শুনিনি। যারা অংশ নিয়েছিলেন তাঁদের মধ্যে কে কে সেই টাকা পেলেন, কোন রিচার্জ প্ল্যান থেকে পেলেন সে সব জানতে ইচ্ছে হয়। বোঝাই যাচ্ছে, পুরো ব্যাপারটা অত্যন্ত অস্বচ্ছ।