উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৬১৭ নং লাইন:
:উইকির কার্যক্রম এর সাথে যুক্ত স্বেচ্ছাসেবকেরা কাজ করেন ভালোবাসার ভিত্তিতে। উইকির এই আন্দোলন তাই আমাদের জন্য বিরাট বড় এক ভালোবাসার জায়গা। বৈশ্বিক আন্দোলনের আলোচনাও এর বাইরে নয়, এটা আমাদেরই আন্দোলন, আমাদেরই কাজ। অথচ এরকম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘটে যাবে, আর এই অঞ্চলের সক্রিয় উইকিমিডিয়ানেরা বুঝতেই পারলেন না আলোচনায় হচ্ছেটা কী, তাহলে কাদের জন্য এই আলোচনা? সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যারা সক্রিয়ভাবে অন-উইকি এবং অফ-উইকি কার্যক্রমের সাথে প্রাতিষ্ঠানিকভাবে চ্যাপ্টার বা ব্যবহারকারী দলের মাধ্যমে যুক্ত, তাদের উপেক্ষা করে হওয়া এই তথাকথিত আলোচনা আমাদের জন্য রীতিমত দুঃখজনক। এর মধ্যে ব্যক্তিস্বার্থের সম্ভাবনা প্রবলরূপে বিদ্যমান। আমি বাংলা উইকিপিডিয়ার সদস্য হিসেবে এই গোটা প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি, আর সেই সাথে আর্থিক ব্যাপারগুলো খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছি। — [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১১:২৬, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
* আমার জানামতে, দক্ষিণ এশীয় উইকি আন্দোলনের কৌশল সংক্রান্ত আলোচনাগুলো কয়েক দফায় অনলাইনে (গুগল মিট) অনুষ্ঠিত হয়। প্রথম দফার আলোচনার মাঝখানে কিছু সময়ের জন্য অংশ নিতে পারলেও ব্যস্ততার কারণে অন্যান্য আলোচনায় অংশ নেওয়ার সুযোগ হয়নি। উইকিমিডিয়া প্রকল্পের স্বেচ্ছাসেবকগণ ভালোবেসে নিজেদের সময় ব্যয় করে মুক্ত প্রকল্পগুলোতে অবদান রেখে চলেছেন। এই কাজে অস্বাভাবিক রকমের ফান্ডের আবেদন করা বিষয়টি আসলে দুঃখজনক। উপরে আফতাব ভাই ও অংকন ভাই অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন, তাই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। উপরোক্ত আলোচনায়, জনাব {{re|Marajozkee}} ইংরেজিতে মন্তব্য করেছেন এবং কারণ হিসেবে দেখিয়েছেন যাতে অন্য উইকি সম্প্রদায়ের সদস্যও ওনার মন্তব্য বুঝতে পারেন। তবে বাংলা উইকি সম্প্রদায়ের অনেক সদস্যও ওনার মন্তব্যটি বুঝতে পারবেন কিনা সন্দেহ। সর্বোপরি, আর্থিক বিষয় ও পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানাচ্ছি। — [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ১২:৩২, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
: {{মন্তব্য}} : অভিযোগটি খুবই গুরুত্বপূর্ণ এবং অভিযোগের সত্য প্রমাণিত হলে তা অত্যন্ত বেদনাদায়ক। ফাউন্ডেশন এর থেকে প্রাপ্ত আর্থিক অনুদান আমাদের সামনে বিভিন্ন নতুন নতুন বিষয়ে কাজ করার এক বিরাট সুযোগ হাজির করে এবং প্রাপ্ত আর্থিক অনুদানের সম্পূর্ন সদ্‌ব্যবহার এবং কার্যকারী প্রয়োগের বিষয়ে আমাদের সর্বদা স্বচ্ছ এবং দায়িত্বশীল থাকা আশু কর্তব্য।
:: ব্যবহারকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দ্রুত সম্ভব বাংলা উইকির উভয় ব্যবহারকারী শাখার তরফে ফাউন্ডেশনকে জানানো হোক যাতে এই ঘটনার পূর্নাংগ তদন্ত হয়।--[[ব্যবহারকারী:Atudu|Atudu]] ([[ব্যবহারকারী আলাপ:Atudu|আলাপ]]) ১২:৪৮, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)