বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৭৯ নং লাইন:
|}
 
প্রিয় সাকিব হাসান সীমান্ত, আমি অত্যন্ত দুঃখিত যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার যুক্ত করা নিবন্ধগুলো আমি গণ অপসারণ করতে বাধ্য হয়েছি। নিবন্ধগুলো অনেকগুলোর বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা থাকলেও কপিরাইট সংক্রান্ত নীতিমালা অনুযায়ী প্রত্যেকটি নিবন্ধের লেখা কপিরাইটকৃত পাঠ্যবইয়ের লেখার খুবই কাছাকাছিভাবে ভাষান্তরিত (closely paraphased)। উইকিপিডিয়ার কপিরাইট নীতিমালা অনুসারে এ ধরনের কাজ নিষিদ্ধ কারণ এটি কপিরাইট ভাঙার আওতায় পড়ে। বাংলা উইকিপিডিয়ায় এ বিষয়ে বিস্তারিত জানার পাতা না থাকলেও ইংরেজি উইকিপিডিয়ার [[en:Wikipedia:Close paraphrasing|Wikipedia:Close paraphrasing]] পাতাটি পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন। তদুপরি আপনি নিবন্ধগুলো যেভাবে লিখেছেন তা বিশ্বকোষীয় ধাঁচের সাথে যায় না। উদাহরণস্বরূপ বলা যায় যেভাবে তালিকা স্টাইলে কাজ, কারণ, গুরুত্ব, ইত্যাদি উল্লেখ করেছেন। এধরনের লিখন স্টাইল পরীক্ষার খাতায় আমাদের অর্জিত জ্ঞানের প্রমাণ দেওয়ার জন্য ঠিক থাকলেও, বিশ্বকোষের জন্য ঠিক নেই। আমি আপনাকে অনুরোধ করবো যে, আপনি বাংলা উইকিপিডিয়ার (ক্ষেত্রে বিশেষে ইংরেজিও পড়তে পারেন) এ সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ পড়ে দেখুন, তাহলে আপনি ধাঁচটি সম্পর্কে ভালো ধারণা পাবেন। এ বিষয়ে সবচেয়ে ভালোভাবে ধারণা লাভ করার অন্যতম উপায় হচ্ছে ইংরেজি নিবন্ধের বাংলা অনুবাদ করুন। এক্ষেত্রে আপনি [[বিশেষ:বিষয়বস্তু অনুবাদ]] টুলটি ব্যবহার করতে পারেন ও ইংরেজি থেকে অনুবাদ করতে পারেন। এভাবে অনুবাদের ফলে আপনি বিশ্বকোষীয় ধাঁচ সম্পর্কেও যেমন ভালোভাবে অবগত হবেন, তেমনি উল্লেখযোগ্যতার ধারণাও পরিষ্কার হতে শুরু করবে। আপনার সুবিধার্থে পাশের টেবিলে আমি আপনার অপসারিত নিবন্ধগুলোর সঠিক শিরোনাম ও অনুবাদের সুবিধার্থে সংশ্লিষ্ট নিবন্ধের ইংরেজি উইকিপিডিয়ার লিংক প্রদান করেছি। কিছু নিবন্ধ ইতোমধ্যেই উইকিপিডিয়ায় বিদ্যমান, সেগুলো আপনি অনুবাদের মাধ্যমে পরিবর্ধিতপরিবর্ধন করতে পারেন। তবে উপরে যে অনুরোধ করা হয়েছে, অর্থাৎ, পাঠ্যবই বা যে-কোনো কপিরাইটকৃত বইয়ের ভাষা একটু ঘুরিয়ে ফিরিয়ে তথ্য যোগ করবেন না এবং বিশ্বকোষীয় ধাঁচ বজায় রাখবেন। আমি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধে আপনার সৎ প্রচেষ্টাকে অত্যন্ত সম্মান করি ও স্বাগত জানাই, তাই আশা করি আপনি বাংলা উইকিপিডিয়ায় নীতিমালা ও রচনাশৈলী অনুযায়ী ধারাবাহিকভাবে অবদান রাখবেন। যে-কোনো প্রশ্নে অবশ্যই আমাকে এখানে বা আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। — [[User:Wikitanvir|তানভির]] • ১২:১০, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
: ধন্যবাদ ব্যাপারগুলো শিখিয়ে দেওয়ার জন্য। তবে আরো আগে জানালে আরো ভালো হতো। ভালো থাকবেন। [[ব্যবহারকারী:Sakib Hasan Simanto|Sakib Hasan Simanto]] ([[ব্যবহারকারী আলাপ:Sakib Hasan Simanto#top|আলাপ]]) ১২:২৪, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)