টাইট্রেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sakib Hasan Simanto (আলোচনা | অবদান)
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
Sakib Hasan Simanto-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
৬ নং লাইন:
 
== প্রক্রিয়া ==
 
এবার জানা যাক দ্রবনের অজানা ঘনমাত্রা কিভাবে বের করা যায়। ধরা যাক, একটি সেকেন্ডারি এসিডের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। অর্থাৎ এর জন্য একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড ক্ষারের প্রমান দ্রবণ প্রয়োজন।
 
১. একটি শুষ্ক পরিষ্কার ব্যুরেটে এসিড দ্রবণটি ভরে নিতে হবে।
 
২. এরপর পিপেট দিয়ে মেপে ১০ সেন্টিমিটার কিউব স্টান্ডার্ড ক্ষার দ্রবণ একটি কনিক্যাল ফ্লাক্সে নিতে হবে।
 
৩. এরপর কনিকাল ফ্লাক্সের দ্রবণে হাল্কা পানি যোগ করে উপযুক্ত [[নির্দেশক(রাসায়নিক পদার্থ)]] যোগ করে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে, তীব্র এসিড- মৃদু ক্ষারের জন্য মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড, মৃদু এসিড ও তীব্র ক্ষারের জন্য ফেনফথলিন লিটমাস, তীব্র এসিড-তীব্র ক্ষারের জন্য সকল নির্দেশক যোগ করা যায়। মৃদু এসিড ও মৃদু ক্ষারের জন্য কোনো উপযুক্ত নির্দেশক নেই।
 
৪. অতঃপর দ্রবণসহ কনিকেল ফ্লাক্সটি স্ট্যান্ডের বেসে রেখে এসিড দ্রবণ কনিক্যাল ফ্লাক্সের ক্ষারের দ্রবণে যোগ করতে হবে। সাথে কনিক্যাল ফ্লাক্সের দ্রবণও নাড়তে হবে। এভাবে একসময় দ্রবণের বর্ণ পরিবর্তন হয়ে গোলাপি হবে। তখন ব্যুরেটে দ্রবণ যোগ করা বন্ধ করে দিতে হবে।
 
== তথ্যসূত্র ==