উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড/উইজার্ড-সাধারন উল্লেখযোগ্যতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: পুনর্বহালকৃত
মুফতী মামূনুর রশীদ নরসিংদী-এর সম্পাদিত সংস্করণ হতে Miad I Mahbub BD-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১১ নং লাইন:
{{Article wizard/button wizard|উইজার্ড-এখনো সমগ্রভাবে নয়‎|আমার প্রস্তাবিত নিবন্ধটি সম্ভবত উল্লেখযোগ্য নয় (আমি কি করতে পারি?)}}
{{Article wizard/button2|[[Wikipedia:Notability|আমি উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতা নীতি নির্দেশাবলী সম্বন্ধে আরও বেশি শিখতে চাই]]}}
মাওলানা ফযলুর রহমান সাহেব (1927) একজন আলেম, ওলী এবং ইসলামী চিন্তাবিদ ছিলেন। 1927 সালে তিনি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার পীরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী সাআদাত আলী রহ. এবং তার মাতার মাতার নাম আখতারুন্নেছা।প্রথমে তিনি ব্রাক্ষনবাড়িয়ায় সাথিয়ান মাদরাসায় প্রাথমিক লেখাপড়া করেন। তারপর তিনি মাধ্যমিক লেখাপড়া ঢাকার বড় কাটারায় পড়াশুনা করেন। 1951 সালে তিনি হাদীসের সবোচ্চ সনদ অর্জনের লক্ষ্যে পাকিস্তানের সিন্ধুর টেন্দুল্লাইয়ার গমন করেন। 1953 সালে তিনি জামিআ আশরাফিয়ায় ভতি হোন এবং সেখান থেকে হাদীসের সবোচ্চ ডিগ্রি হাসেল করেন। 1954 সালে লেখাপড়া শেষ করে তিনি পাকিস্তান থেকে দেশে ফিরে এসে প্রথমে বগুড়ার এক মাদরাসায় কর্মজীবন শুরু করেন। 1961 সালে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসার শিক্ষক হিসেবে যোগদান করেন। 1984-1990 সাল পর্যন্ত তিনি অত্র মাদরাসার এর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন ছিলেন। কিছুদিন তিনি যাত্রাবাড়ি মাদরাসায় ছিলেন। তারপর তিনি জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় ভাইস প্রিন্সপাল হিসেবে যোগদান করেন। ব্যক্তিজীবনে তিনি বিজ্ঞ রাজনীতিবিধও ছিলেন। তিনি আজীবন ইসলামী দলগুলোকে ঐক্যের চেষ্টা করে গেছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ছিলেন।তাছাড়া তিনি মজলিসে তাহাহফুযে খতমে নবুওয়াত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদবীর হাতে বাইআত ছিলেন। তিনি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ.এবং হযরত মাওলানা আব্দুল্লাহ দরখাস্তী রহ. এর শাগদের ছিলেন। নরসিংদীর দারুল উলূম দত্তপাড়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা বশীর উদ্দীন সাহেব এর দ্বার প্রভাবিত। তিনি 5 ছেলে এবং 3 মেয়ের জনক ছিলেন। 77 বছর বয়সে তিনি ঈদুল আযহার রাত্রিতে হৃদরোগে আক্রান্ত হয়ে সোহরাওয়াদি হাসপাতালে প্হেলা ফেব্রয়ারী 2004 সালে ইন্তেকাল করেন। তথ্যসূত্র : জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম মাদারাসার 2017-2018 সালের ডাইরী, তার ছেলে মুহাম্মদ আবদুল আজীজ, তার ছাত্র মাওলানা বশীর উদ্দীন সাহেব