উইকিপিডিয়া:আলোচনাসভা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সকের তৈরি আলোচনা অপসারণ
৭৫৯ নং লাইন:
::{{উত্তর|আফতাবুজ্জামান}} মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। ২ নম্বর প্রশ্নটির জন্য দুঃখিত, আরো পরিষ্কার করেছি। মেটাডাটা বলতে ছবির বিবরণই বুঝানো হয়েছে। এ প্রশ্নাবলী ছাড়াও অন্য বিষয়ে আপনার মতামত দিতে পারেন, যা বাংলাসহ সকল ভাষার জন্য সুষ্ঠভাবে সরঞ্জামটি তৈরিতে সহায়ক হবে। — [[ব্যবহারকারী:Ankan (WMF)|Ankan (WMF)]] ([[ব্যবহারকারী আলাপ:Ankan (WMF)|আলাপ]]) ০৮:৫৫, ২৮ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
* ১. আশা করি মোটামুটি ভালো হবে, কারণ উইকিউপাত্তে ব্যবহৃত আইটেম থেকেই তো ছবি ব্যবহারের পরামর্শ দেওয়া হবে। ২. ছবির শিরোনাম ও বিবরণ থাকলেই সহায়ক হবে। ৩. আশা করি নিতে পারবে তবে, কিছু ব্যতিক্রম তো থাকবেই। ৪. অনেকে পারবে আর কিছু ব্যবহারকারী পারবে না এই আর কি। ৫.ধারণা থাকলে পারবে। ৬. ছবির মানের চেয়ে প্রাসঙ্গিকতার দিকে খেয়াল রাখাটাই জরুরি। ৭. সহজ ৮. বিষয়শ্রেণী তৈরি অথবা কোয়েরির মাধ্যমে করতে হবে ১১. আশা করি ধ্বংসপ্রবণতা তৈরি হবে না। — [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ০৯:০৭, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
* ১. যেহেতু পরামর্শ আসছে তাই আশা করি ভালো হবে আর পরামর্শ ঠিক থাকলে কাজও তুলনামূলকভাবে কমে যাচ্ছে; ২. ছবির শিরোনাম ও বিবরণ-ই যথেষ্ট তবে নিচে যে ক্যাটাগরি বা বিষয়শ্রেণীগুলো দেখাচ্ছে যা লিংক আকারে দেখানো দরকার যাতে কেউ সেগুলোতে ব্রাউজ করতে চাইল সহজে করতে পারে; ৩. আশা করি পারবে আর এক্ষেত্রে সিস্টেম কর্তৃক পরামর্শটা গুরুত্বপূর্ণ, এটি যতোটা সঠিক ও কার্যকরী হবে নতুনরা বিভ্রান্তও ততো কম হবে; ৪. বিবরণ ইংরেজিতে থাকলে আর নবাগত যদি ইংরেজি একেবারেই না বোঝেন তবে সমস্যা, কিন্তু এক্ষেত্রে যদি নবাগত’র বিষয়বস্তু সম্পর্কে মোটামুটি যথেষ্ট ধারণা থাকে তবে তিনি সহজেই ইংরেজি না জানাটার ঘাটতি কাটিয়ে উঠিয়ে একটি বিবরণী যোগ করতে পারবেন বলে আশা করি; ৫. পারার কথা, তবে এটি সম্পাদকের উপর নির্ভর করে; ৬. মানের চেয়ে প্রাসঙ্গিকতা জরুরী বলে মনে করি; ৭. আগ্রহোদ্দীপক হওয়ার-ই কথা; ৮. কোন নিবন্ধে ছবি নেই সেটি কোনো বিশেষ পাতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বের করা যেতে পারে; ৯. তথ্যছক থাকলে অবশ্যই আগে সেটির ছবির প্যারামিটারের সাথে আর অন্য ক্ষেত্রে সবার উপরে; ১০. উপমহাদেশীয় প্রেক্ষাপট যদি বিবেচনা করা যায় তবে তা করা যেতে পারে, অন্যথায় সব মিলিয়েই বিবেচনা করা যায়; ১১. যেহেতু খুব সহজেই সম্পাদনা হয়ে যাচ্ছে তাই হয়তো উল্টাপাল্টা লিখে ধ্বংসপ্রবণতা করা যায় খুব সহজেই, কিন্তু ক্ষতির চেয়ে ভালো কিছু পাওয়ার সম্ভাবনাই আমার মতে বেশি।
: [[ব্যবহারকারী:Ankan (WMF)|অংকন]], একটি প্রশ্ন: এই বৈশিষ্ট্য কি শুধু মোবাইলের জন্য? পরীক্ষামূলক পাতাটির ইন্টারফেস মোবাইল ইন্টারফেসের মতো। — [[User:Wikitanvir|তানভির]] • ০৬:৪৩, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
 
== শহীদ শব্দের ব্যবহার ও প্রয়োগ প্রসঙ্গে ==