বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মন্তব্য যোগ
৪৩ নং লাইন:
::::ভাই ইংলিশ উইকিতেও এইটা সলভ করা গেছিল না। পরে আমি স্ট্রিং টেমপ্লেট ইউজ করে আরকি শুধু আমার আর্কাইভগুলোর জন্য একটা টেমপ্লেট বানিয়ে নিয়েছি। এছাড়া তো আর কিছু করার ছিল না। বাংলাতেও ওটাই করব। আসলে আর্কাইভ যদি সব মাসেই রাখতাম তাহলে এই ঝামেলা হত না। ভেবে দেখলাম যে মাসে বার্তা নাই, সেই মাসের আর্কাইভ রাখা অকাজ ছাড়া কিছু না। --- <font face=Siyam Rupali >[[ব্যবহারকারী:Pratyya Ghosh|<span style="color:#082567">'''প্রত্যয়'''</span>]] <big>'''·'''</big> [[ব্যবহারকারী আলাপ:Pratyya Ghosh|<span style="color:#0070BB">আলাপ</span>]]</font> ০২:১১, ৬ জানুয়ারি ২০২১ (বাংলাদেশ সময়)
:::::ভাইরে, বটের মত অটো উইকি ব্রাউজার ব্যবহার করা উচিত নয় (হোক এখন কোন সম্পাদনা হচ্ছে না)। লাগলে কোন বট পরিচালককে বল। আর আমি বুঝি না এতগুলি অপ্রজনীয় পুনর্নির্দেশ বানিয়ে লাভ কি কেননা চাইলে আরও ১০০ রকম নাম থেকে পুননির্দেশ করা যায়। যাইহোক, ব্যবহারকারী পাতা সাজানো কাজ শেষ হলে বাংলায় কিছু নিবন্ধ সৃষ্টি/সম্প্রসারণ কর পারলে (কয়েক বছর আগে উইকি এশীয় মাসে যেমন সক্রিয় ছিলে তেমন হও পারলে)। এখন অনুবাদ করা আরও সহজ, যেমন https://www.bing.com/translator অনেক ভালো অনুবাদ দেয়, তারপর কিছু বাক্য সংশোধন করে প্রকাশ করলেই কাজ শেষ। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২২:০৫, ৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
:::::: প্রত্যয়, মূল অ্যাকাউন্ট থেকে বট বা অউব্রা ব্যবহারকার করা একেবারেই অনুচিত ও সেই সাথে নীতিমালার লঙ্ঘন। আর সেটি যদি এ ধরনের সাম্প্রতিক পরিবর্তন পাতায় ফ্লাড করে তবে তো আরও বড়ো একটি ব্যাপার। অনুগ্রহ করে এ ধরনের সম্পাদনা আর কোরো না তা যতো প্রয়োজন-ই হোক না কেনো (প্রয়োজনে হাতে করো বা আফতাব ভাই যেমন বলেছেনে, তেমনি কোনো বট পরিচালককে বলতে পারো)। তুমি হয়তো জানো না, তবে বাংলা উইকিপিডিয়া এ ধরনের বিষয়ে এখন যথেষ্ট কড়াকড়ি অবস্থানে। যা হবার হয়েছে, সামনে এ ব্যাপারে সতর্ক থেকো প্লিজ। &mdash; [[User:Wikitanvir|তানভির]] &bull; ০০:০৩, ৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)