রিচার্ড ডেডেকিন্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যসূত্র, বহিঃসংযোগ
জীবনী
২৪ নং লাইন:
|signature =
}}
'''ইউলিয়ুস ভিলহেল্ম রিচার্ড ডেডেকিন্ড''' ({{lang-de|Julius Wilhelm Richard Dedekind ''য়ুলিউস্‌ ভ়িল্‌হেল্ম্‌ রিশাআট্‌ ডেডেকিন্ট্‌''; ৬ [[অক্টোবর ৬]], ১৮৩১ – [[১২ ফেব্রুয়ারি ১২]], ১৯১৬}}) ছিলেন একজন জার্মান গণিতবিদ।গণিতবিদ ছিলেন। তিনি [[বিমূর্ত বীজগণিত]], [[বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব]] ও [[বাস্তব সংখ্যা|বাস্তব সংখ্যার]] ভিত্তির ওপর গুরুত্বপূর্ণ কাজ করেন।
==জীবনী==
ডেডেকিন্ড ১৮৩১ সালের ৬ই অক্টোবর ব্রাউনশেউইগে জন্মগ্রহণ করেন। তার পিতা ইউলিয়ুস উলরিশ ডেডেকিন্ড ব্রাউনশেউইগের কলেজিয়াম ক্যারোলিনামের প্রশাসক ছিলেন। তার মাতা ক্যারোলিন হেনরিয়েট্টা ডেডেকিন্ড (বিবাহপূর্ব এম্পেরিউস) কলেজিয়ামের একজন অধ্যাপকের কন্যা ছিলেন।<ref>{{cite book |last=জেমস |first=আইওয়ান |date=২০০২ |title=Remarkable Mathematicians |publisher=ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস |page=১৯৬ |isbn=978-0-521-52094-2}}</ref> রিচার্ডের তিনজন বড় ভাইবোন ছিল। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর তিনি কখনো ইউলিয়ুস ভিলহেল্ম নাম ব্যবহার করতেন না।
 
তিনি ১৮৪৮ সাল পর্যন্ত কলেজিয়াম ক্যারোলিনামে পড়াশোনা করেন। ১৮৫০ সালে তিনি [[গটিঙেন বিশ্ববিদ্যালয়]]ে ভর্তি হন। সেখানে তিনি অধ্যাপক মরিৎজ স্টার্নের নিকট [[সংখ্যাতত্ত্ব]] শিখেন। [[কার্ল ফ্রিড‌রিশ গাউস]] সে সময়ে অধ্যাপনা করছিলেন, ডেডেকিন্ড তার শেষ শিক্ষার্থী ছিলেন। ১৮৫২ সালে ডেডেকিন্ড তার "উবার ডি টিওরি ডের ইউলারশেন ইন্টিগ্রালে" শীর্ষক সন্দর্ভের রচনা করে তার ডক্টরেট অর্জন করেন।
 
==রচনাবলি==