জিহাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তাসাওউপের সাথে জিহাদের সম্পর্ক।
ট্যাগ: পুনর্বহালকৃত দৃশ্যমান সম্পাদনা মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
202.134.9.132-এর সম্পাদিত সংস্করণ হতে 202.91.43.74-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৩ নং লাইন:
 
প্রাচ্য বিশেষজ্ঞ বার্নার্ড লুইসের মতে কুরআন ও হাদীসের অধিকাংশ জায়গাতেই জিহাদ শব্দটি ধর্মযুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে।<ref>Bernard Lewis, ''The Political Language of Islam'' (University of Chicago Press, 1988), p. 72. Cf. William M. Watt, ''Islamic Conceptions of the Holy War'' in: Thomas P. Murphy, ''The Holy War'' (Ohio State University Press, 1974), p. 143</ref> তবে [[সহীহ মুসলিম|সহীহ মুসলিমের]] ব্যাখ্যা দিতে গিয়ে ইসলামী পণ্ডিত [[ইয়াহিয়া ইবন শরাফ আল-নাদভী]] বলেছেন, (জিহাদ অর্থ) "সমাজের সবার সামগ্রিক দায়িত্ব হলো ন্যায্য প্রতিবাদে অংশ নেয়া, ধর্মের সমস্যা দূর করা, স্রষ্টার আইনের কথা জানা, ন্যায়কে প্রতিষ্ঠা করা ও অন্যায়কে দূর করা।".<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.sunnah.org/fiqh/jihad_judicial_ruling.htm|শিরোনাম= Jihad—A Misunderstood Concept from Islam|সংগ্রহের-তারিখ= 16 August 2006|লেখক= Shaykh Hisham Kabbani|coauthors=Shaykh Seraj Hendricks, Shaykh Ahmad Hendricks|প্রকাশক=The Muslim Magazine}}</ref> কুরআন ও হাদীসের ব্যাখ্যা অনুযায়ী স্থানভেদে জিহাদ তিন রূপ হতে পারেঃ (ক) পাপ থেকে বেঁচে থাকার জন্য স্বীয় কৃপ্রবৃত্তির বিরূদ্ধে জিহাদ, (খ) মুসলিম সমাজকে উন্নয়নের সংগ্রাম, এবং (গ) যুদ্ধক্ষেত্রে সংগ্রাম। <ref name="bbcislam">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম=Jihad|ইউআরএল=http://www.bbc.co.uk/religion/religions/islam/beliefs/jihad_1.shtml|প্রকাশক=BBC|তারিখ=2009-08-03}}</ref>
 
'''''তাসাওউফ ও জিহাদ'''''
 
তাসাওউফপন্থীদেরকে একদল লোক জিহাদ বিরোধী বলে প্রমাণ করে নিজেদের দল ভারি করতে চান। তাদের উদ্দেশ্যে বলতে চাই, জন মানসে সূফীদের মাঝে এবং জিহাদের মাঝে বিভেদ সৃষ্টিকারী একটি কাল্পনিক দেয়াল তৈরির মধ্য দিয়ে তাসাওউফের প্রতি মানুষের অনীহা সৃষ্টির জন্য একদল লোক কাজ করে গেছেন। আপনারা তাদেরই অনুসারী।
 
''সত্যি বলতে কি, তাসাওউফকে হারাম মনে করত, এমন আকীদায় বিশ্বাসী কোন দল এখনো পর্যন্ত স্বতন্ত্রভাবে কোন স্বশস্র জিহাদেই অংশগ্রহণ করতে পারেনি।''
 
ওসমানীয় খেলাফত তাসাউফপন্থী খেলাফত। উপমহাদেশে ইংরেজদের বিরুদ্ধে যারা জিহাদ করেছেন তাঁরা কিন্তু সাইয়্যেদ আহমাদ শহীদ বেরলভী রহ. ও তাঁর অনুসারীরাই। ইজ্জ ইবনে আব্দুস সালামও কিন্তু সূফী ছিলেন। ইমাম শামিল রহ. নকশবন্দী সূফী ছিলেন। শাহ জালাল ইয়ামেনী রহ. ও খাজা মুঈনুদ্দীন চিশতী রহ. উনারাও কিন্তু যথাক্রমে গৌর গোবিন্দ ও পৃথীরাজের বিরুদ্ধে জিহাদের প্রধান অনুঘটকের কাজ করেছেন। ১৩৪৩ ঈসায়ী সনে বগুড়ার মহাস্থানগড়ে পশুরামকে পরাজিত করে ইসলামের পতাকাকে উড্ডীন করার কাজটা কিন্তু শাহ সুলতান বলখী মাহিসাওয়ার রহ.-ই করেছেন। তিতুমীর ও হাজী শরীয়তুল্লাহরাও কিন্তু পীর-মুরীদী করেছেন। ফকির আন্দেলনের কথা বাদই দিলাম। তালেবান মুজাহিদদের একটি বড় অংশ নকশবন্দী সূফী।
 
''সুতরাং, সূফীদের থেকে জিহাদকে বিপরীত মেরুুুুতে দাঁড় করিয়ে দেখানো একটি দলগত ষঢ়ষন্ত্রেরই অংশ।''
 
 
== ইসলাম ধর্মে জিহাদ ==