উইকিপিডিয়া:শিষ্টাচার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৩ নং লাইন:
{{nutshell|উইকিপিডিয়ার শিষ্টাচার মূলত নিহিত আছে এক সাথে কাজ করার মনোভাব ও ব্যহারকারীর সাধারণ বিবেচনাবোধে। অন্য ব্যবহারকারীর প্রতি বন্ধুসুলভ আচরণ করুন, নমনীয় হোন এবং আপনার কাজের প্রতি মনোযোগী হোন।}}
 
''অন্য কোন ব্যবহারকারীর অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে অভিযোগ জানাতে প্রশাসকদের অভিহিত করুন বাএবং এই পাতাপাতায় দেখুনজানান: [[Wikipediaউইকিপিডিয়া:Wikiquetteপ্রশাসকদের alertsআলোচনাসভা]]।''
 
{{guideline list}}
১১ নং লাইন:
== শিষ্টাচারের মূলনীতি ==
 
* [[Wikipediaউইকিপিডিয়া:আস্থা রাখুন|আস্থা রাখুন]] অন্যান্য অবদানকারীর উপর। যেহেতু যে কেউ উইকিপিডিয়া সম্পাদনা করতে পারেন, তাই ধরে নেওয়া হয় যে সবাই চেষ্টা করছেন এই প্রকল্পটিকে সাহায্য করতে। আর এটা সত্যি না হলে উইকিপিডিয়ার মত একটি প্রকল্প কোনোদিনই সফল হতে পারতো না, বরং শুরুতেই শেষ হয়ে যেতো।
 
* মনে রাখুন [[Ethic of reciprocity|সব থেকে গুরুত্বপূর্ণ নীতি]]: সকলের সাথে এমন ব্যবহার করুন যেমনটা আপনি তাদের থেকে আশা করেন-এমনকি তারা নতুন হলেও। আমরা সকলে একসময় নতুন ছিলাম।
২২ নং লাইন:
* কেও যদি আপনার লেখার প্রতি দ্বিমত প্রকাশ করে তবে আপনার মতে স্বপক্ষে শক্তিশালী যুক্তি প্রদর্শন করুন।
* Concede a point when you have no response to it, or admit when you disagree based on [[WP:BRAIN|intuition or taste]].
* [[Wikipediaউইকিপিডিয়া:Civilityভদ্রতা|ভদ্রতা]] প্রদর্শন করুন।
* যদিও এটা কঠিন,যদি বিতর্কের সময় অন্যান্য অবদানকারীরা আপনার প্রতি ভদ্রতা প্রকাশ না করে আপনি তাদের প্রতি অনেক বেশি ভদ্রতা প্রকাশ করুন। এভাবে সংঘাত এবং গালি-গালাজ এড়ানো যাবে। এছাড়া অভদ্রতার বিপক্ষে ভদ্রতা করা প্রশংসনীয় আচরণ।
** তবে আপনি তাদের জানিয়ে দিন যে আপনি তাদের আচরণ পছন্দ করছেননা, অন্যথায় তারা আপনাকে দুর্বল ভেবে আরো বেশি আক্রমন করতে পারে।
৬৩ নং লাইন:
* একজন সম্পাদনাকারীর আলাপ পাতার উত্তরে অন্য কারো সম্পাদনা করা সাধারণত বরদাস্ত করা হয় না। এমনকি যদি আপনি ব্যাকরণ এবং অভিধান মেনে শব্দে/বাক্যে শুদ্ধতা তৈরী করেন, তবুও তা অনুচিত বলে গণ্য করা হয়।
 
== নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বিষয়ক কাজে ==
== Working towards a neutral point of view ==
[[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি]]র লঙ্ঘনের ক্ষেত্রে:
 
# নিবন্ধের আলাপ পাতায় বিনীতভাবে জানান কেন আপনি মনে করছেন এখানে নিরপেক্ষতা লঙ্ঘিত হয়েছে (যদি না সেগুলো ভীষণ মানহানিকর হয়) এবং প্রতিস্থাপনের মাধ্যমে কী লেখা যেতে পারে তা জানান।
When dealing with suspected violations of [[Wikipedia:Neutral point of view]]:
# যদি কোনো উত্তর না আসে, তবে আপনি প্রতিস্থাপন করে ফেলুন (আপনার নজরতালিকায় লক্ষ করুন এ ব্যাপারে)।
 
# যদি উত্তর আসে, তবে ঐ প্রতিস্থাপিত শব্দ্গুলোর সাথে একমত হওয়ার চেষ্টা করুন। এভাবে সম্পাদনাযুদ্ধ এড়ানো যেতে পারে। এর একটি খারাপ দিক হল হয়তো নিবন্ধটি কিছুটা খারাপ অবস্থায় থেকে যাবে, তবে কোনো নিবন্ধ বারংবার পরিবর্তিত হতে থাকলে অন্য উইকিপিডিয়ান বা পুরো প্রকল্পের উপরে খারাপ মনোভাব সৃষ্টি করে।
# Inquire politely on the article's talk page about aspects of the article you consider non-NPOV (unless they are really egregious), and suggest replacements.
# If no reply comes, make the substitutions. (Use your watchlist to keep track of what you want to do.)
# If a reply comes, try to agree about the wording to be used. That way, when an agreement is reached, an edit war is very unlikely. This has the disadvantage that the article stays in an unsatisfying state for a longer period, but an article that changes frequently does not create a good impression with other Wikipedians or of the project as a whole.
 
=== কিছু বিষয় মনে রাখা উচিত ===
 
* উইকিপিডিয়া নিবন্ধ গুলো এমনভাবে তৈরী করতে উৎসাহিত করে, যেখানে সকল মতের প্রতিফলন ঘটবে। এমনকি যদি আপনি কোনো কিছু গভীরভাবে বিশ্বাস করেন, বা কোনোকিছুকে সমর্থন করবেন তবুও। আলাপ (আলোচনা) পাতা; কার দৃষ্টিভঙ্গি সঠিক বা কারটা ভুল বা কিভাবে দৃষ্টিভঙ্গীর উন্নয়ন করা যায়; সেসব আলোচনার স্থান নয়। যদি আপনি এটা করতে চান তাহলে অন্য অনেক ফোরাম যেমনঃ [[Usenet|ইউজনেট]], জনসাধারণের জন্য উন্মুক্ত [[weblogওয়েবব্লগ|ওয়েবব্লগ]] এবং অন্যান্য [[wiki|উইকিসমুহ]]তে করতে পারেন। নিবন্ধের আলোচনা পাতায় নিবন্ধটির তথ্য কতটা নিখুঁত/ভুল; POV bias বা নিবন্ধ-সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করুন, [[advocacy|ওকালতিরওকালতি]] উদ্দেশ্যে [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়#উইকিপিডিয়া মৌলিক চিন্তার প্রকাশস্থল নয়|নিজের কাজের]] বিজ্ঞাপন করবেন না।
* যদি কেও আপনার সাথে দ্বিমত প্রকাশ করে তার মানে এটা নয় সে ব্যক্তি আপনাকে ঘৃণা করে, আপনাকে বোকা ভাবে বা সে বোকা। যখন কোনো ব্যক্তি নিবন্ধ প্রসঙ্গে প্রায়োগিক অন্তনির্হিত অর্থ ছাড়া মন্তব্য দান করে, তখন সর্বোৎকৃষ্ট কাজ হলো, তাদেরকে একাকি থাকতে দেওয়া। আপনি কি ভাবছেন তা সঠিক না ভুল তা জানানোর প্রয়োজন নেই। এরকম একটি উদাহরণ হলো [[ধর্ম]], সে সম্বন্ধে আপনার ভাবনা ঠিক বা ভুল যাই হোক না কেন, জোর করে চাপিয়ে দিবেন না। কারো দৃষ্টিভঙ্গীকে অপমান করার পুর্বে ভাবুন, কি হবে যদি সে আপনার দৃষ্টিভঙ্গীকে অপমান করা শুরু করে। স্মরণে রাখবেন, উইকিতে যা লিখা হয় সবসময় দৃশ্যমান না হলেও তা দীর্ঘস্থায়ীভাবে কিন্তু সংরক্ষিত হয়ে যায়।
* উইকিপিডিয়া আপনাকে আমন্ত্রণ জানায় [[Wikipedia:Be bold in updating pages|সাহসী হওয়ার]] জন্য, যদিও মুলত ততটুকুই সাহসী হন, যতটুকু হওয়া উচিত;- এটা স্মরণে রাখা বুদ্ধিমানের কাজ। কোনো আলোচনা শুরু করার পুর্বে নিজেকে প্রশ্ন করবেন: এই আলোচনা করাটা কি প্রয়োজন? আমি কি আমার সম্পাদনার একটা [[Help:Edit summary|সারসংক্ষেপ]] তৈরী করতে এবং অন্যরা কি মতামত দেয়, তার অপেক্ষা করতে পারছি? আমার কাজ কি এমন ফলাফলের দিকে নিয়ে যাবে যা আমার জন্য অনাকাঙ্ক্ষিত?
* You can always take a discussion to [[e-mail]] or to your user page, if it is not essential to the article.
* যদি আপনি দেখেন যে, কারো সাথে আপনার মতের মিল হচ্ছে না, তাহলে তার সাথে প্রয়োজনের অধিক তর্ক করবেন না। অপ্রয়োজনীয় সংঘর্ষ প্রত্যেককেই একটি উৎকৃষ্ট বিশ্বকোষীয় নিবন্ধ তৈরীর পথ থেকে লক্ষচ্যুত করে, যা অনাকাঙ্ক্ষিত। Following someone you dislike around Wikipedia - [[Wikipedia:Harassment|Wikihounding]] - can be disruptive. যদি কারো সাথে আপনার মতের মিল না হয়, তাহলে তার সাথে বন্ধুপ্রতিম আচরণ করুন, যদি এর ফলেও পরিস্থিতির উন্নয়ন না হয়, তাহলে শ্রেয়তর এটাই তাকে এড়িয়ে চলুন।
* যদিও নিবন্ধে সংযোজন করা গ্রহণযোগ্য এবং একে স্বাগত জানানো হয়, তবুও কোনো সম্পাদনাকারীর আলাপ পাতায় তার নিজের বক্তব্যে বহিরাগতের সম্পাদনা করা সাধারণত গ্রহণযোগ্য নয়, যেহেতু এর দ্বারা যার আলাপ পাতা, তার বক্তব্যের ভিন্ন অর্থ হতে পারে এবং তার চিন্তাভাবনার ভুল অর্থ প্রতীয়মান হতে পারে। অন্য সম্পাদকের মন্তব্যে যদি না প্রয়োজন হয়, সেখানে সম্পাদনা করা পরিহার করুন।