আলেকজান্ডার আলেখিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2017 source edit
+File
১ নং লাইন:
[[File:Alexandre_Alekhine_Color.jpg|250px|thumb|আলেকজান্ডার আলেখিন]]
'''আলেকজান্ডার আলেখিন''' (৩১ শে অক্টবার ১৮৯২-২৪ শে মার্চ ১৯৪৬) [[রাশিয়া|একজন রাশিয়ান]] ও [[রাশিয়া|ফরাসি]] দাবাড়ু এবং চতুর্থ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। তাকে সর্বকালের অন্যতম সেরা দাবা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয়। ২২ বছর বয়সেই আলেখিন শক্তিশালী দাবাড়ুদের মধ্যে ছিলেন। ১৯২০ সালে তিনি যত গুলো টুনামেন্ট খেলেছেন তার মধ্যে সব চেয়ে বেশি গুলতে বিজয়ী হয়েছিলেন। ১৯২১ সালের দিকে আলেখিন সোভিয়েত রাশিয়া ছেড়ে ফ্রান্সে প্রবাসজীবন শুরু করেন, যেখানে তিনি ১৯২৫ সালের পরে প্রতিনিধিত্ব করেন। ১৯২৭ সালে তিনি হোসে রাউল কাপাব্লাঙ্কাকে  হারিয়ে চতুর্থ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। ১৯৩০ সালের শুরুর দিকে আলেখিন টুনামেন্ট খেলায় প্রাধান্য বিস্তার শুরু করেন এবং দুটি বড় ধরনের টুনামেন্টে বড় ব্যাবধানে বিজয়ী হন। তিনি আরও পঞ্চম দাবা অলিম্পিকে ফ্রান্সের হয়ে প্রথম বোর্ডে খেলেন এবং প্রত্যেক টিতে পৃথক ভাবে পুরস্কার জেতেন (চারটি মেডেল এবং একটি ব্রিলিয়ান্সি পুরস্কার)।