শার্লটটাউন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎প্রারম্ভিক ইতিহাস: সংশোধন, সংযোজন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯ নং লাইন:
==ইতিহাস==
 
===প্রারম্ভিক ইতিহাস (১৭০০-১৯০০)===
 
শার্লটটাউনের প্রথম ইউরোপীয় বাসিন্দারা ফ্রেঞ্চ ছিলেন। ১৭২০ সালে [[লুইবুর্গ দুর্গ|লুইবুর্গ দুর্গের]] কর্মকর্তারা পোর্ট লা জয় নামে একটি বসতি স্থাপন করেন। এটি বর্তমান শার্লটটাউন শহরের বিপরীতে অবস্থিত বন্দরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বেই রয়েছে। মিশেল হাশে গ্যালোঁ এই বসতি স্থাপন কার্যক্রমের নেতৃত্ব প্রদান করেন। অ্যাকাডিয়ান বসতি স্থাপনকারীদের তিনি লুইবুর্গ থেকে নিয়ে আসেন।
১৫ নং লাইন:
রাজা জর্জের যুদ্ধের পর ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয়। ফ্রেঞ্চ কর্মকর্তা রামেজে ব্রিটিশ সৈন্যদের আক্রমণ করার জন্য ৫০০ জনকে প্রেরণ করেন। তারা সফলভাবে ৪০ জন ব্রিটিশ সৈন্যকে আটক বা হত্যা করেন। <ref>http://www.blupete.com/Hist/BiosNS/1700-63/Boishebert.htm</ref>
 
১৭৫৮ সালে ফ্রেঞ্চ ও ইন্ডিয়ান যুদ্ধের সময় ব্রিটিশরা প্রিন্স এডওয়ার্ড দ্বীপের দখল নিয়পনিয়ে নেয়। ফ্রেঞ্চদের তখন '''ইল সেঁত জঁ''' নামক অভিযানের মাধ্যমে নির্বাসিত করা হয়। ব্রিটিশ সৈন্যরা সেখানে অ্যামহার্স্ট দুর্গ নির্মাণ করেন।
 
১৭৬৪ সালে ক্যাপ্টেন স্যামুয়েল হল্যান্ড শার্লটটাউনকে কুইন্স কাউন্টির কাউন্টি আসন হিসেবে নির্বাচিত করে। এক বছর পর শার্লটটাউনকে সেন্ট জনস দ্বীপের রাজধানী করা হয়। ১৭৬৮-১৭৭১ সালে করা নিরীক্ষার আলোকে সড়কের গ্রিড ও সরণি নির্মাণ করা হয়।
 
১৭৭৫ সালের ১৭ নভেম্বর স্বাধীনতাযুদ্ধের সময় [[ম্যাসাচুসেটস]]-এর দস্যুরা শার্লটটাউন আক্রমণ করে। এসময় ফিলিপস ক্যালবেক ও টমাস রাইটের মতো বন্দিদের [[কেমব্রিজ, ম্যাসাচুসেটস|কেমব্রিজ]] শহরে নিয়ে গিয়ে মুক্তি দেওয়া হয়।
 
১৭৯৩ সালে গভর্নর ফ্যানিং সরকারি কাজে ব্যবহারের জন্য পশ্চিম প্রান্তে জমি অধিগ্রহণ করেন। উক্ত জমি ফ্যানিংস ব্যাংক নামে পরিচিত।
 
==তথ্যসূত্র==