জন উইলিয়ামস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক, পুরস্কারের টেমপ্লেট
প্রারম্ভিক জীবন
১৪ নং লাইন:
}}
''''জন টাউনার উইলিয়ামস''' (জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯৩২) একজন মার্কিন সুরকার, সঙ্গীত নির্দেশক, [[পিয়ানো]]বাদক ও ট্রম্বোবাদক। ছয় দশকের অধিক সময়ের কর্মজীবনে বেশ কিছু জনপ্রিয়, স্মরণীয় ও সমাদৃত চলচ্চিত্রের সুর সৃষ্টির জন্য তাকে সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র সুরকার হিসেবে গণ্য করা হয়। তিনি ২৫টি [[গ্র্যামি পুরস্কার]], ৭টি [[বাফটা পুরস্কার]], ৫টি [[একাডেমি পুরস্কার]] এবং ৪টি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেছেন। ৫২টি একাডেমি পুরস্কারের মনোনয়নপ্রাপ্ত উইলিয়ামস [[ওয়াল্ট ডিজনি]]র পর দ্বিতীয় সর্বাধিক অস্কার মনোনীত ব্যক্তি।<ref>{{cite web|url=http://awardsdatabase.oscars.org/ampas_awards/help/statistics/Gen-NomsFacts.pdf |title=Nominee Facts – Most Nominations and Awards |website=অস্কার |accessdate=২০ ডিসেম্বর ২০২০|archive-url=https://web.archive.org/web/20160402095027/http://awardsdatabase.oscars.org/ampas_awards/help/statistics/Gen-NomsFacts.pdf |archive-date=April 2, 2016 }}</ref> ২০০৫ সালে [[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]] উইলিয়ামসের ১৯৭৭ সালের ''[[স্টার ওয়ার্স (চলচ্চিত্র)|স্টার ওয়ার্স]]'' চলচ্চিত্রের সুরটিকে সর্বকালের সেরা চলচ্চিত্রের সুর হিসেবে নির্বাচন করে। [[লাইব্রেরি অব কংগ্রেস]] ''স্টার ওয়ার্স''-এর সাউন্ডট্র্যাকটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় জাতীয় রেকর্ডিং রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।<ref>{{cite web|url=http://www.filmbuffonline.com/News/2005/Starwarsscore.htm|title=Star Wars Score Named To National Recording Register|website=www.filmbuffonline.com|accessdate=২০ ডিসেম্বর ২০২০}}</ref>
 
==প্রারম্ভিক জীবন==
জন টাউনার উইলিয়ামস ১৯৩২ সালের ৮ই ফেব্রুয়ারি [[নিউ ইয়র্ক]] অঙ্গরাজ্যের কুইন্স শহরের ফ্লাশিংয়ে জন্মগ্রহণ করেন। তার মাতা এস্থার (বিবাহপূর্ব টাউনার) এবং পিতা জনি উইলিয়ামস একজন জ্যাজ ড্রামার ও পারকাশনিস্ট ছিলেন, যিনি রেমন্ড স্কট কুইনটেটের সাথে এইসব বাদ্যযন্ত্র বাজাতেন।<ref>{{cite web|url=http://www.revistaesfinge.com/?p=569|title=John Williams, el compositor de la aventura|publisher=Revista Esfinge|accessdate=২১ ডিসেম্বর ২০২০}}</ref> উইলিয়ামসের পিতা [[মেইন]]ে এবং মাতা [[বস্টন]]ে জন্মগ্রহণ করেন। তার পিতামহ মেইনের ব্যাঙ্গরে একটি বিভাগীয় বিপণি চালাতেন এবং তার মাতামহ আসবাবপত্র-নির্মাতা ছিলেন।<ref>{{cite journal|last1=টমাস |first1=ডেভিড |title=The King of Popcorn|journal=দ্য সিডনি মর্নিং হেরাল্ড |date=October 25, 1997|page=১০}}</ref>
 
১৯৪৮ সালে উইলিয়ামসের পরিবার [[লস অ্যাঞ্জেলেস]]ে পাড়ি জমায়। জন সেখানে নর্থ হলিউড হাই স্কুল থেকে ১৯৫০ সালে তার পড়াশোনা সম্পন্ন করেন। এরপর তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেসে ভর্তি হন এবং ইতালীয় সুরকার মারিও কাস্তেলনুভো-তেদেস্কোর নিকট সুর সৃষ্টি শিখেন।<ref name="sony classical">{{cite web|url=http://sonyclassical.com/artists/williams_composer/adbio.html |title=Sony Classical Williams Biography |accessdate=২১ ডিসেম্বর ২০২০ |url-status=bot: unknown |archiveurl=https://web.archive.org/web/20071012155709/http://sonyclassical.com/artists/williams_composer/adbio.html |archivedate=October 12, 2007}}</ref উইলিয়ামস লস অ্যাঞ্জেলেস সিটি কলেজে এক সেমিস্টার পড়াশোনা করেন, কারণে সেখানে একটি স্টুডিও জ্যাজ সঙ্গীতদল ছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Campus News - Latest News |ইউআরএল=http://www.lacitycollege.edu/public/news/j-williams.htm |ওয়েবসাইট=Los Angeles City College |সংগ্রহের-তারিখ=২১ ডিসেম্বর ২০২০}}</ref>
 
==তথ্যসূত্র==