কমিনে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
২৯ নং লাইন:
'''''কমিনে''''' ({{lang-en|Scoundrels|italic=yes}}) ২০০৯ সালের একটি ভারতীয় [[হিন্দি]] [[অ্যাকশন ফিল্ম]]।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=https://www.allmovie.com/movie/kaminey-v466065 |শিরোনাম=Kaminey (2009) – Vishal Bhardwaj |ওয়েবসাইট=[[AllMovie]]}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://archive.siasat.com/news/i-want-do-all-kinds-films-actor-shahid-41550/|শিরোনাম=I want to do all kinds of films as an actor: Shahid|ওয়েবসাইট=[[The Siasat Daily]]|সংগ্রহের-তারিখ=27 September 2009|উক্তি=While Kaminey was an intense action film, Dil Bole Hadippa is a fun film.}}</ref> [[বিশাল ভরদ্বাজ]] পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন [[শহিদ কাপুর]], [[প্রিয়াঙ্কা চোপড়া]] এবং [[অমল গুপ্তে]]। ''কমিনে'' ছবিটি <!--একটি মাত্র দিনের মধ্যে সীমাবদ্ধ--> [[Organised crime in India|মুম্বই আন্ডারওয়ার্ল্ড]] এর পটভূমিকায় দুই যমজের মধ্যের প্রতিদ্বন্দ্বিতাকে অনুসরণ করা হয়েছে যাদের মধ্যে এক জন আধো উচ্চারণে কথা বলে ([[লিস্প]]) এবং অপর জন [[তোতলা]]।
 
ভরদ্বাজের সহচিত্রনাট্যকার ছিলেন [[সাবরিনা ধাওয়ান]], [[অভিষেক চৌবে]] এবং সুপ্রতিক সেন। ভারদ্বাজ [[কেনিয়া]]ন লেখক ক্যাজেটান বয় এর কাছ থেকে মূল স্ক্রিপ্টটি {{USD|4000}} মূল্যে কিনেছিলেন। [[উগান্ডা]]য় স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপে তিনি তাঁর পরামর্শদাতা ছিলেন। ''কমিনে'' ১৪ ই আগস্ট ২০০৯ এ মুক্তি পেয়েছিল এবং বিশ্বব্যাপী বক্স-অফিসে সাফল্য অর্জন করে উপার্জন করেছিল {{INRConvert|710|m}}। ছবিটির নির্মাণ ব্যায়ব্যয় ছিল {{INRConvert|350|m}}। ফিল্মের সাউন্ডট্র্যাক অ্যালবামটিও বাণিজ্যিক সাফল্যে পেয়েছিল এবং "ধন তে নান" গানটি বিভিন্ন প্ল্যাটফর্মে তালিকায় শীর্ষ স্থান পেয়েছিল।
 
''কমিনে'' সমালোচকদের কাছ থেকে উচ্চ প্রশংসা লাভ কর। বেশ কয়েকজন সমালোচক এবং মিডিয়া প্রকাশনা তাঁদের "বছরের সেরা চলচ্চিত্র" এর তালিকায় একে প্রথম নম্বরে রেখেছিলেন। <!--মুক্তির পর থেকে ছবিটি [[cult film| সংস্কৃতি]] মর্যাদা অর্জন করেছে।--> ভারত জুড়ে ছবিটি বিভিন্ন অনুষ্ঠানে বেশ কয়েকটি পুরষ্কার এবং মনোনয়ন পেয়েছিল। [[৫৫ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস]] এ দশটি নমিনেশন পেয়েছিল যার মধ্যে ছিল [[Filmfare Award for Best Film|সেরা চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার পুরষ্কার]], [[Filmfare Award for Best Director|সেরা পরিচালক]], [[Filmfare Award for Best Actor|সেরা অভিনেতা]], [[Filmfare Award for Best Actress|সেরা অভিনেত্রী]], এবং [[Filmfare Award for Best Supporting Actor|সেরা সহঅভিনেতা]] সহ [[Filmfare Award for Best Special Effects|সেরা স্পেশাল এফেক্টস]] এর পুরষ্কার। [[৫৭ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার]] এ ''কমিনে'' লাভ করে দুটি [[National Film Awards|পুরষ্কার]] {{mdash}} [[National Film Award for Best Audiography|সেরা অডিওগ্রাফি]] র জন্য সুবাস সাহু এবং সম্পাদনার জন্য [[National Film Award – Special Jury Award (Feature Film)|বিশেষ জুরি অ্যাওয়ার্ড]] পান [[এ. শ্রীকর প্রসাদ]]।