গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
৫৭ নং লাইন:
| Regional cup best = চ্যাম্পিয়ন ([[১৯৬৮ আফ্রিকান কাপ অফ নেশন্স|১৯৬৮]], [[১৯৭৪ আফ্রিকান কাপ অফ নেশন্স|১৯৭৪]])
}}
'''গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল''' ({{lang-en|DR Congo national football team}}; এছাড়াও '''ডিআর কঙ্গো''', পূর্বে '''জাইর''' এবং '''কঙ্গো-কিনশাসা''' নামে পরিচিত') হচ্ছে আন্তর্জাতিক [[ফুটবল|ফুটবলে]] [[গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র|গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের]] প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা [[কঙ্গোলীয় ফুটবল অ্যাসোসিয়েশন]] দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা [[ফিফা]]র এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা [[আফ্রিকান ফুটবল কনফেডারেশন|আফ্রিকান ফুটবল কনফেডারেশনের]] সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৮ সালে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; [[বেলজীয় কঙ্গো|বেলজীয় কঙ্গোয়]] অনুষ্ঠিত উক্ত ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বেলজীয় কঙ্গো হিসেবে [[উত্তর রোডেশিয়া ফুটবল দল|উত্তর রোডেশিয়াকে]] ৩–২ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
 
১,২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট [[স্তাদ দ্য মার্টায়ার্স|স্তাদ দ্য মার্টায়ার্সে]] ''চিতাবাঘ'' নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী [[কিনশাসা]]য় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[ক্রিস্টিয়ান এনসেঙ্গি-বিম্বে]] এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন [[ফেনারবাহচে ফুটবল ক্লাব|ফেনারবাহচের]] [[রক্ষণভাগের খেলোয়াড়]] [[মার্সেল থিসেরঁদ]]।
 
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এপর্যন্ত ১ বার [[ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপে]] অংশগ্রহণ করেছে, যেখানে তাদের সাফল্য হচ্ছে [[১৯৭৪ ফিফা বিশ্বকাপ|১৯৭৪ ফিফা বিশ্বকাপের]] গ্রুপ পর্বে অংশগ্রহণ করা। অন্যদিকে, [[আফ্রিকা কাপ অফ নেশন্স|আফ্রিকা কাপ অফ নেশন্সে]] গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র অন্যতম সফল দল, যেখানে তারা ২টি ([[১৯৬৮ আফ্রিকান কাপ অফ নেশন্স|১৯৬৮]], [[১৯৭৪ আফ্রিকান কাপ অফ নেশন্স|১৯৭৪]]) শিরোপা জয়লাভ করেছে।
 
[[ইসামা এমপেকো]], [[শঁসেল এমবেম্বা]], [[রবের্ত কিদিয়াবা]], [[দিউমের্সি এমবোকানি]] এবং [[সেদ্রিক বাকাম্বু|সেদ্রিক বাকাম্বুর]] মতো খেলোয়াড়গণ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।