দিনেন্দ্রনাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৭ নং লাইন:
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
দিনেন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৮২ খ্রিস্টাব্দের ১৬ ই ডিসেম্বর (২ রা পৌষ, ১২৮৯ বঙ্গাব্দ)  বৃটিশ ভারতের কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। তিনি [[রবীন্দ্রনাথ ঠাকুর |রবীন্দ্রনাথ ঠাকুরের ]] জ্যেষ্ঠভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দ্বীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। আট বৎসর বয়সের সময় তাঁর মাতা সুশীলা দেবী প্রয়াত হন। কাশিয়াবাগান স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করে প্রথমে সেন্ট জেভিয়ার্স স্কুলে ও পরে সিটি স্কুলে ভরতি হন। এখান তিনি এন্ট্রান্স পাশ করে [[প্রেসিডেন্সি কলেজ |প্রেসিডেন্সি কলেজে]] আই.এসসি তে ভর্তি হন। ১৯০৪ খ্রিস্টাব্দে আইন পড়তে লণ্ডন যান, কিন্তু পড়া শেষ না করে ১৯০৫ খ্রিস্টাব্দে প্রপিতামহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময় দেশে ফিরে আসেন। এই সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। ১৯০৬ খ্রিস্টাব্দে পুনরায় আইন পড়তে লণ্ডনে গেলেও পরীক্ষা না দিয়ে দেশে ফিরে আসেন।  কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের তালিম নিয়ে আসেন। ঠাকুর বাড়ির সাঙ্গীতিক পরিমণ্ডলে বড় হওয়ার সূত্রে তাঁর সঙ্গীতে অনুরাগ জন্মেছিল। অনেক গুণীজনের কাছে তালিম পেয়ে [[ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত|হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতে]] দক্ষতা অর্জন করেন। প্রাথমিক ভাবে তিনি [[বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে|পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখন্ডে]] প্রদর্শিত পথে স্বরলিপি ব্যবহার করতেন, যদিও তিনি মধ্যে পাশ্চাত্য সঙ্গীতে নৈপুণ্য  ছিল। তিনি অত্যন্ত সুকন্ঠ ছিলেন ও গানের স্বরলিপি রচনায় তাঁর স্বাভাবিক দক্ষতা ছিল। রবীন্দ্রনাথের বহু সংগীতের সুর সংযোজন করেন এবং  সুর-সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন।   তিনিই রবীন্দ্রনাথের গানকে [[রবীন্দ্র সংগীত]] নামে পরিচিতি করান।
 
১৯২১ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই ১৯১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্গীত ভবন। তত্ত্বাবধায়ক ছিলেন  মরাঠি গায়ক [[ভীমরাও শাস্ত্রী]], নকুলেশ্বর গোস্বামী, দিনেন্দ্রনাথ ঠাকুর। শুরুতে তিনিই অধ্যক্ষ ছিলেন। <ref>[http://www.visva-bharati.ac.in/GreatMasters/Contents/DinendranathTagore.htm Dinendranath Tagore] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20101204070144/http://visva-bharati.ac.in/GreatMasters/Contents/DinendranathTagore.htm|তারিখ=4 December 2010}} [[বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়|Visva-Bharati University]] website.</ref>