সাইকেল চালনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্প্রসারণ
৩ নং লাইন:
[[File:Bicycling Tamil girl, Batticaloa.JPG|thumb|[[শ্রীলঙ্কা|শ্রীলঙ্কার]] গ্রামীণ পথে সাইক্লিং।]]
[[File:Cycling Amsterdan 04.jpg|thumb|[[আমস্টারডাম|আমস্টারডামে]] সাইকেল চালানোর জন্য ভারী যানবাহন মুক্ত একটি পৃথক রাস্তা।]]
'''সাইকেল চালানো''' হলো মূলত পরিবহন, বিনোদন, ব্যায়াম বা খেলাধুলার জন্য সাইকেলের ব্যবহার, যাকে বাইকিং বা বাইসাইক্লিংও বলা হয় । যারা সাইক্লিং করে থাকেন তাদেরকে সাইক্লিস্ট, বাইকারস বা মাঝে মাঝে বাইসাইক্লিস্টসও বলা হয় । শুধু মাত্র দুই চাকার সাইকেল ছাড়াও একচাকার সাইকেল, তিন চাকার সাইকেল, চার চাকার সাইকেল এমনকি একই ধরনের মানুষ চালিত যেকোন যানবাহন চালানোও সাইক্লিং-এর অন্তর্ভূক্ত (এইচপিভি) ।
 
বাইসাইকেল ১৯ শতকে উদ্ভাবিত হয়েছিল এবং সারাবিশ্বে এখন প্রায় ১০০ কোটির মত বাইসাইকেল রয়েছে । বিশ্বের অনেক জায়গায় এটি এখন প্রধান পরিবহনের মাধ্যম ।
৪৩ নং লাইন:
কিছু শহরে ব্যাপক মাত্রায় সাইক্লিং এর অবকাঠামো পাওয়া যেতে পারে। কিছু শহরের  ডেডিকেটেড রাস্তা গুলো প্রায়ই স্কেটার, স্কুটার, স্কেটবোর্ডার এবং পথচারীদের জন্য মুক্ত করা থাকে । একটি সংঘর্ষে ব্যবহারকারীদের দায়বদ্ধতার প্রশ্ন সহ ডেডিকেটেড সাইক্লিংয়ের ক্ষেত্রে অবকাঠামোগুলো প্রত্যেক বিচারব্যবস্থার আইনে আলাদাভাবে বিচার করা হয় । বিভিন্ন ধরনের আলাদা আলাদা সুবিধার ক্ষেত্রে কিছু বিতর্কও রয়েছে ।
 
বিশেষ করে গ্রাম্য এবং তুলনামূলক সংক্ষিপ্ত দূরত্বে পরিবহনের জন্য উপযুক্ত হওয়ার কারণে (বিনোদনের সাথে তুলনীয়) সাইকেলকে পরিবহনের একটি টেকসই পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয় । কেজি স্টাডি এবং ভালো অনুশীলন, যা কিছু শহরে এই ধরনের কার্যকরী সাইক্লিংকে উৎসাহিত করে এবং উদ্দীপিত করে, সেগুলো স্থানীয় পরিবহনের ক্ষেত্রে ইউরোপীয় পোর্টাল এটিলিসে পাওয়া যেতে পারে ।পারে।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
 
== বহিঃসংযোগ ==
{{কমন্স বিষয়শ্রেণী|Cycling}}
 
[[বিষয়শ্রেণী:টেকসই পরিবহন]]