৯১৫টি
সম্পাদনা
(শুরু) |
(Expansion) |
||
|source=By definition
}}
'''সাদা''' বা '''শ্বেত''' বা '''শুভ্র''' একটি [[রঙ]] বা [[বর্ণ]]। তিনটি [[মৌলিক রং|মৌলিক রঙের]] [[আলো]] প্রায় সমান পরিমাণে [[চোখ|চোখে]] আপতিত হলে এবং তা পারিপার্শ্বিকের চেয়ে উজ্জ্বলতর হলে চোখে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সাদা। সাদা দর্শনে কোন হিউ (hue) এবং
|author=Wyszecki & Stiles
|title=Color Science
}}</ref>।
অনেক উপায়ে সাদা আলো উৎপন্ন হতে পারে। [[সূর্য|সূর্যের]] আলো সাদা রঙের একটি উৎস, যে [[বিদ্যুৎ|বৈদ্যুতিক]] বাতিতে কোন বস্তুকে উত্তপ্ত করে তা থেকে আলো পাওয়া যায়, তাও সাদা আলো দেয়। আধুনিক [[ফ্লুরোসেন্ট বাতি]] এবং এলইডি বা লাইট ইমিটিং ডায়োড থেকেও সাদা আলো পাওয়া যায়। কোন বস্তু যদি তার উপর আপতিত আলোকে পরিবর্তন না করে প্রতিফলিত করে তবে তা সাদা বলে প্রতীয়মান হয় যদি না তা সমভাবে আলোর প্রতিফলন ঘটিয়ে [[দর্পণ|দর্পণে]] রূপ নেয়।
[[মেঘ]], [[তুষার]], [[ফুল]] ইত্যাদির মত সাদা বস্তু [[প্রকৃতি|প্রকৃতিতে]] অহরহই দেখা যায়। তাই মনুষ্য [[সংস্কৃতি]]তে প্রায়ই সাদার উল্লেখ পাওয়া যায়, বিশেষ করে শুদ্ধতা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রে। সাদা এবং [[কালো]]র মধ্যের চরম পার্থক্যের কারণে প্রায়ই বৈপরীত্ব বোঝাতে সাদা-কালো ব্যবহৃত হয়। [[চীন|চৈনিক]] সংস্কৃতির মত কোন কোন সংস্কৃতিতে সাদা [[মৃত্যু]]র প্রতীক। অপরপক্ষে অনেক সংস্কৃতিতে সাদা শুদ্ধতা, মুক্তি এবং স্বাস্থ্যগত বিশুদ্ধতা বোঝায়।
[[File:Dispersion prism.jpg|right|200px|thumb|[[প্রিজম]] দ্বারা সাদা আলো সাতটি রঙে বিভক্ত হচ্ছে]]
==গ্যালারি==
<gallery>
File:MontBlanc2c.jpg|[[আল্পস]] পর্বতমালার মাউন্ট ব্লাঁ।
File:AchenseeWinter06.JPG|তুষারাচ্ছন্ন দৃশ্যপট।
File:Whitehouse north.jpg|[[হোয়াইট হাউস]], [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন যুক্তরাষ্ট্রের]] রাষ্ট্রপতির বাসভবন।
</gallery>
▲[[File:White ribbon.svg|right|thumb|100px|[[White Ribbon]]]]
== তথ্যসূত্র ==
|