কেভিন কিগান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:বালোঁ দর বিজয়ী যোগ
মূল নিবন্ধের (মধ্যমাঠের খেলোয়াড়) নাম অনুসারে স্থানান্তর (By FindAndReplace)
২৫ নং লাইন:
| manageryears5 = ২০০৮ | managerclubs5 = [[নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব|নিউক্যাসেল ইউনাইটেড]]
}}
'''জোসেফ কেভিন কিগান''' [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার|ওবিই]] ({{lang-en|Kevin Keegan}}; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৫১; '''কেভিন কিগান''' নামে সুপরিচিত)<ref name="bbcsport">{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://news.bbc.co.uk/sport1/hi/football/961523.stm |শিরোনাম=Kevin Keegan factfile |তারিখ=7 October 2000 |সংগ্রহের-তারিখ=14 July 2006 |প্রকাশক=BBC}}</ref> হলেন একজন প্রাক্তন ইংরেজ পেশাদার [[ফুটবল খেলোয়াড়]] এবং ম্যানেজার।<ref name="bbcsport" /> তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় ইংল্যান্ডের পেশাদার ফুটবল ক্লাব [[লিভারপুল ফুটবল ক্লাব|লিভারপুল]] এবং [[ইংল্যান্ড জাতীয় ফুটবল দল|ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের]] হয়ে একজন [[আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেছেন। তিনি মূলত একজন [[কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড়]] হিসেবে খেললেও মাঝেমধ্যে [[আক্রমণাত্মক মধ্যভাগেরমধ্যমাঠের খেলোয়াড়]] অথবা [[ডান পার্শ্বীয় খেলোয়াড়]] হিসেবে খেলেছেন।
 
ইংরেজ ফুটবল ক্লাব ইনফিল্ড হাউজ ওয়াইসির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কিগান ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর [[স্কানথোর্প ইউনাইটেড ফুটবল ক্লাব|স্কানথোর্প ইউনাইটেডের]] হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ১৯৬৮–৬৯ মৌসুমে, স্কানথোর্প ইউনাইটেডের জ্যেষ্ঠ পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। স্কানথোর্প ইউনাইটেডে তিনি ৩ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ১২৪ ম্যাচে ১৮টি গোল করেছেন। অতঃপর ১৯৭১–৭২ মৌসুমে, ৪০ হাজার ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগদান করেন, যেখানে তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন। লিভারপুলের হয়ে সকল প্রতিযোগিতায় তিনি ৩২৩ ম্যাচে ১০০টি গোল করেছেন। পরবর্তীতে তিনি [[হামবুর্গার এসভি]], [[সাউদাম্পটন ফুটবল ক্লাব|সাউদাম্পটন]] এবং [[নিউক্যাসেল ইউনাইটেড ফুটবল ক্লাব|নিউক্যাসেল ইউনাইটেডের]] হয়ে খেলেছেন। সর্বশেষ ১৯৮৪–৮৫ মৌসুমে, তিনি নিউক্যাসেল ইউনাইটেড হতে ব্ল্যাকটাউন সিটিতে যোগদান করেছিলেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছেন।