রক্ষণভাগের খেলোয়াড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
মূল নিবন্ধের (মধ্যমাঠের খেলোয়াড়) নাম অনুসারে স্থানান্তর (By FindAndReplace)
২১ নং লাইন:
[[ফ্রাঞ্জ বেকেনবাউয়ার]], [[ববি মুর]], [[লরেন্ত ব্লাঁ]], [[মাথিয়াস সামার]], [[রুদ ক্রল]], [[ফ্রাঙ্কো বারেসি]] ও [[দানিয়েল পাসারেয়া]] কিছু পরিচিত সুইপার। আধুনিক খেলার সুইপারদের মধ্যে [[রাফায়েল মারকুয়েজ]], [[লুসিও]], [[ক্রিস্তিয়ান শিভু]], ও [[পাওলো মালদিনি]] উল্লেখযোগ্য। তাদের রক্ষণাত্মক ভূমিকা চিরাচরিত সেন্টার ব্যাকের মত নয় বরং অনেকটা মধ্যমাঠের খেলোয়াড়ের মত। উদাহরণস্বরুপ, মারকুয়েজ আক্রমণকে পাসগুলো চিনতে পারেন বলে খ্যাত এবং তাই তিনি সহজে বিভিন্ন পাস নষ্ট করে দিতে ওস্তাদ, যার জন্য তাকে তেমন কোন ট্যাক্‌ল করতে হয় না। আধুনিক ফুটবলে সুইপারের ব্যবহার খুবই সীমিত, কেবল কয়েকটি উচু মানের ক্লাব এই অবস্থান ব্যবহার করে থাকে।
 
কেউ কেউ মনে করেন আক্রমণাত্মক সুইপার থেকেই ডিফেন্সিভ মধ্যভাগেরমধ্যমাঠের খেলোয়াড়ের জন্ম হয়েছে।
 
== ফুল-ব্যাক ==
৩৫ নং লাইন:
উইংব্যাক আধুনিক জমানায় ফুল ব্যাকের একটি ভিন্ন রুপ। এই অবস্থানে আক্রমণকে গুরুত্ব দেয়া হয়েছে। উইংব্যাক নামটি এসেছে "পার্শ্বীয় খেলোয়াড়" ও "ব্যাক" শব্দ থেকে। সাধারণত ৩-৫-২ গঠনের ফুটবল খেলায় উইংব্যাক ব্যবহৃত হয়। একারণে এই অবস্থানকে রক্ষণভাগের চেয়ে মধ্যমাঠের অবস্থান হিসেবেই বেশি মানায়। অধিকতর রক্ষণের কৌশল গ্রহণ করলে ৫-৩-২ গঠনেও উইংব্যাক খেলানো যেতে পারে।
 
আধুনিক খেলার বিবর্তনে উইংব্যাক হলো [[মধ্যভাগেরমধ্যমাঠের খেলোয়াড়#পার্শ্বীয় খেলোয়াড়|পার্শ্বীয় খেলোয়াড়]] ও ফুলব্যাকের সম্মিলিত রুপ। এ কারণে এই অবস্থানটি আধুনিক ফুটবলের সবচেয়ে চাহিদাপূর্ণ অবস্থানের একটি। যেসব দলে পার্শ্বীয় খেলোয়াড় খেলে না সেসব দলে ফুলব্যাকের তুলনায় উইংব্যাক অধিকতর কার্যকর। তবে উইংব্যাক অবস্থানে খেলার জন্য যথেষ্ট শারীরিক ক্ষমতার প্রয়োজন। উইংব্যাক আক্রমণে গেলে ডিফেন্সিভ মধ্যভাগেরমধ্যমাঠের খেলোয়াড় সাধারণত রক্ষণের দায়িত্ব নেন।
 
উল্লেখযোগ্য উইংব্যাকের মধ্যে রয়েছেন [[আনড্রেয়াস ব্রেহমা]], [[জিয়ানলুকা জামব্রোত্তা]], [[ম্যাসিমো ওডো]], [[কাফু]], [[রবার্তো কার্লোস]], [[ফিলিপ লাম]], [[হাভিয়ের জানেত্তি]], [[হুয়ান পাবলো সোরিন]], [[অ্যাশলি কোল]] প্রমুখ।