২,৮৬৩টি
সম্পাদনা
Rafi Bin Tofa (আলোচনা | অবদান) (বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া লিংক অপসারণ, অবাঞ্চিত লেখা অপসারণ) |
|||
'''হাসপাতাল''' বলতে এক ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানকে বোঝায়। হাসপাতালের উদ্ভাবন করে মুসলিমরা। বর্তমানে হাসপাতাল বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সেবাকর্মীগণ প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করেন। অনেক সময়েই হাসপাতালে রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আবাসিক শয্যার ব্যবস্থাও থাকে। হাসপাতালসমূহ সরকারী, বেসরকারী (দাতব্য কিংবা মূনাফাভিত্তিক) অথবা বীমা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হতে পারে। প্রাচীনকালে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ হাসপাতাল পরিচালনার কাজে নিয়মিত নিয়োজিত থাকতেন। বর্তমানে সারা বিশ্বে আনুমানিক ১৭০০০ হাসপাতাল রয়েছে।
{{commons|Hospital}}
[[বিষয়শ্রেণী:হাসপাতাল]]
[[বিষয়শ্রেণী:চিকিৎসা]]
|