হাসপাতাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
2409:4061:600:2C7:0:0:FFA:B0AD-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
Nxgit1 (আলোচনা | অবদান)
৩ নং লাইন:
'''হাসপাতাল''' বলতে এক ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানকে বোঝায়। হাসপাতালের উদ্ভাবন করে মুসলিমরা। বর্তমানে হাসপাতাল বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ও সেবাকর্মীগণ প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করেন। অনেক সময়েই হাসপাতালে রোগীর দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য আবাসিক শয্যার ব্যবস্থাও থাকে। হাসপাতালসমূহ সরকারী, বেসরকারী (দাতব্য কিংবা মূনাফাভিত্তিক) অথবা বীমা প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হতে পারে। প্রাচীনকালে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ হাসপাতাল পরিচালনার কাজে নিয়মিত নিয়োজিত থাকতেন। বর্তমানে সারা বিশ্বে আনুমানিক ১৭০০০ হাসপাতাল রয়েছে।
 
== [http://www.nationalhospitalctg.com/ ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম] ==
== বহিঃসংযোগ ==
{{commons|Hospital}}বর্তমান সময়ের বেশকিছু ঝুঁকিপূর্ণ রোগ যেমন হৃদরোগ, উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিস, স্ট্রোক ইত্যাদি তেমন কোনো উপসর্গ বা লক্ষণ ছাড়াই দেহের অভ্যন্তরে বেড়ে উঠে, যা আপনার দৈনন্দিন জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে পারে, এমনকি ঠেলে দিতে পারে অকাল মৃত্যুর দিকে। তাই প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে নিজের সুস্থতা নিশ্চিত করা, কঠিন রোগ ও অসুস্থতাকে প্রতিরোধ করা। একেবারে শুরুতে যে কোনো রোগ শনাক্ত করা গেলে তা খুব সহজেই তার চিকিৎসা করা যাই। ফলে কোনো গুরুতর ব্যাধি অথবা শরীরের সুপ্ত রোগ মারাত্মক আকার ধারণ করার আগেই সেটি নির্ণয় করা সম্ভব। মনে রাখবেন আপনি অসুস্থ নন, তার মানে এই নয় যে আপনি সম্পূর্ণ স্বাস্থ্যবান এবং সম্পূর্ণ নিরোগ।
{{commons|Hospital}}
 
[[বিষয়শ্রেণী:হাসপাতাল]]
[[বিষয়শ্রেণী:চিকিৎসা]]