তুরস্কে রেডিও এবং টেলিভিশন প্রযুক্তি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিষ্কারকরণ
২ নং লাইন:
 
== কর্তৃপক্ষ ==
[[বেতার|রেডিও]] এবং [[টেলিভিশন]] সম্প্রচারের সর্বোচ্চ কর্তৃপক্ষ হল [[রেডিও এবং টেলিভিশন সুপ্রিম কাউন্সিল]](সংক্ষিপ্ত আরটিইউকে; উক্ত সংস্থাটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়)। আরটিইউকে হচ্ছে রেডিও এবং টেলিভিশনের সম্প্রচার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং অনুমোদনের জন্য তুরস্কের একটি রাষ্ট্রীয় সংস্থা। এই সংস্থাটি রেডিও এবং টেলিভিশনের প্রোগ্রামগুলোর বিষয়বস্তু এবং সম্প্রচারের প্রযুক্তিগত অবকাঠামো উভয় ক্ষেত্রেই দায়ী।
 
== রেডিও ==
মিলিয়েট সংবাদপত্রের মতে, তুরস্কে মোট রেডিও স্টেশনের সংখ্যা ১০৭৮টি(২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী)।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.milliyet.com.tr/ekonomi/1-078-radyo-1-tv-bile-etmiyor-1266914|শিরোনাম=1.078 radyo 1 TV bile etmiyor!|শেষাংশ=QuarkPlayer|প্রথমাংশ=player-inline {display: inline-block;padding-bottom: 56 25%;position: relative;width: 100%;z-index: 5;} player-box {height: 100%;left: 0;position: absolute;top: 0;width: 100%;}$ ready{quarkPlayer = new|শেষাংশ২=bufferLength:5|ওয়েবসাইট=Milliyet|ভাষা=tr|doi=10.2010/1266914/default.htm|সংগ্রহের-তারিখ=2020-11-01|শেষাংশ৩=false|প্রথমাংশ৩=autoPlay:|শেষাংশ৪=false|প্রথমাংশ৪=subTitles:|শেষাংশ৫=true|প্রথমাংশ৫=showAds:|শেষাংশ৬=false|প্রথমাংশ৬=showNotification:|শেষাংশ৭=showB|শেষাংশ৮=true|প্রথমাংশ৮=widthSelector:|শেষাংশ৯=false|প্রথমাংশ৯=customMenu:}}</ref> প্রধান সম্প্রচারকারী তুরস্কের রেডিও এবং টেলিভিশন কর্পোরেশন(সংক্ষিপ্ত টিআরটি), যা একটি পাবলিক ব্রডকাস্টার। টিআরটি ৭টি জাতীয়, ৬টি আঞ্চলিক এবং ৫টি আন্তর্জাতিক রেডিও চ্যানেল সম্প্রচার করে। টিআরটি অভ্যন্তরীণ সম্প্রচারের জন্য দীর্ঘ তরঙ্গ, মাঝারি তরঙ্গ এবং [[এফএম ব্যান্ড]] ব্যবহার করে। ক্ষুদ্র তরঙ্গ আন্তর্জাতিক সেবার([[ভয়েস অফ টার্কি]]) জন্য সংরক্ষিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.trt.net.tr/Kurumsal/anasayfa.aspx|শিরোনাম=TRT - Kurumsal Ana Sayfa|ওয়েবসাইট=www.trt.net.tr|সংগ্রহের-তারিখ=2020-11-01}}</ref> বেসরকারি সংস্থাগুলো অবশ্য এফএম ব্যান্ড এর মাধ্যমে সম্প্রচার করতে পছন্দ করে।
 
== টেলিভিশন ==
১৬ নং লাইন:
 
== ডিবিএস ==
টিআরটি-র দেশব্যাপী ১৪ টি চ্যানেল রয়েছে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.trt.net.tr/Kurumsal/anasayfa.aspx|শিরোনাম=TRT - Kurumsal Ana Sayfa|ওয়েবসাইট=www.trt.net.tr|সংগ্রহের-তারিখ=2020-11-01}}</ref> যদিও মৌলিক ট্রান্সমিশন ট্রান্সমিটার স্টেশন দ্বারা পরিচালিত হয়, অধিকাংশই স্যাটেলাইট দ্বারা সম্প্রচার করা হয়। সারা দেশে সকল বেসরকারি সম্প্রচারকারী এবং কিছু আঞ্চলিক সম্প্রচারকারীও [[স্যাটেলাইট টেলিভিশন|স্যাটেলাইট সম্প্রচার]] ব্যবহার করে। [[তুর্কস্যাট]] কোম্পানি কেবলের মাধ্যমে স্যাটেলাইট চ্যানেল বিতরণ করে। এছাড়া সরাসরি সম্প্রচার দুটি কোম্পানি দ্বারা সরবরাহ করা হয়: [[ডিজিতুর্ক]] এবং [[ডি-স্মার্ট]]। তাদের কিছু চ্যানেল [[এইচডিটিভি]] ফরম্যাটে আছে।
 
== তথ্যসুত্র ==