লেডি বার্ড (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কুশীলব
কাহিনি সংক্ষেপ
৪৭ নং লাইন:
 
২০১৭ সালের ১লা সেপ্টেম্বর টেলুরিড চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং এটুফোর-এর পরিবেশনায় ২০১৭ সালের ৩রা নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এটি গারউইগের চিত্রনাট্য এবং পরিচালনা এবং রোনান এবং মেটকাফের অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছে। অনেক সমালোচক একে ২০১৭ সালের অন্যতম সেরা চলচ্চিত্র এবং ২০১০-এর দশকের সেরা চলচ্চিত্রগুলির একটি হিসেবে গণ্য করেন। [[ন্যাশনাল বোর্ড অব রিভিউ]], [[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]] এবং ''[[টাইম (পত্রিকা)|টাইম]]'' ম্যাগাজিন ''লেডি বার্ড''কে বছরের সেরা দশটি চলচ্চিত্রের একটি হিসেবে বাছাই করে।<ref name="AFI">{{Cite web|url=http://www.afi.com/afiawards/AFI-Awards-2017.aspx|title=AFI Awards 2017|website=[[আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট]]|access-date=২৯ নভেম্বর ২০২০|archive-url=https://web.archive.org/web/20171208174824/http://www.afi.com/afiawards/AFI-Awards-2017.aspx|archive-date=December 8, 2017|url-status=dead}}</ref><ref>{{cite web |url=http://www.nationalboardofreview.org/2017/11/national-board-review-announces-2017-award-winners/ |title=National Board of Review Announces 2017 Award Winners |publisher=[[ন্যাশনাল বোর্ড অব রিভিউ]] |date=November 28, 2017 |access-date=২৯ নভেম্বর ২০২০ |archive-date=November 29, 2017 |archive-url=https://web.archive.org/web/20171129092703/http://www.nationalboardofreview.org/2017/11/national-board-review-announces-2017-award-winners/ |url-status=live }}</ref><ref>{{cite web|last=জাখারেক|first=স্টেফানি|url=http://time.com/5045566/top-10-movies-2017/|title=The Top 10 Movies of 2017|work=[[টাইম (পত্রিকা)|টাইম]]|date=December 7, 2017|access-date=২৯ নভেম্বর ২০২০ |archive-date=August 16, 2018|archive-url=https://web.archive.org/web/20180816051533/http://time.com/5045566/top-10-movies-2017/|url-status=live}}</ref> [[৯০তম একাডেমি পুরস্কার]]ে চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে মনোনয়ন লাভ করে, সেগুলো হল [[শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ চলচ্চিত্র]], [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রী]] (রোনানের জন্য), [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী]] (মেটকাফের জন্য), [[শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য]] এবং [[শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পরিচালক]]। ৭৫তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছবিটি [[শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করে এবং রোনান [[সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেত্রী]] বিভাগে পুরস্কৃত হন এবং আরও দুটি বিভাগে মনোনীত হয়। এছাড়া এটি তিনটি [[বাফটা পুরস্কার]]ের জন্যও মনোনীত হয়।
 
==কাহিনি সংক্ষেপ==
২০০২ সালে ক্রিস্টিন ম্যাকফারসন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর ক্যাথলিক হাইস্কুলে পড়াশোনা করছিল। সে নিজের নাম দেয় লেডি বার্ড এবং তার পরিবারের আর্থিক সংকটের সংকট সত্বেও শহরের একটি নামকরা কলেজে পড়তে চায়। তার মা ম্যারিয়ন বলেন যে তার যা আছে তা নিয়ে এসে কৃতজ্ঞ নয়। লেডি বার্ড ও তার ঘনিষ্ঠ বন্ধু জুলি স্কুলের মঞ্চ অনুষ্ঠানে যোগ দেয় সেখানে লেডি বার্ড তার সহপাঠী ড্যানি ওনিলের প্রতি আকৃষ্ট হয় যা প্রেমের সম্পর্কে রূপ নেয়। লেডি বার্ড বিদ্যালয়ের পাঠ সম্পন্ন হওয়ার পূর্বের শেষ থ্যাংকসগিভিং পরিবারের সাথে না কাটিয়ে ড্যানির ধনাঢ্য পরিবারের সাথে কাটানোর জন্য তার মা ম্যারিয়ন হতাশ হয়। "ম্যারিলি উই রোল অ্যালং" নাটকের উদ্বোধনী রাতে লেডি বার্ড ও জুলি ড্যানিকে বাথরুমের স্টলে অন্য একটি ছেলেকে চুম্বনরত অবস্থায় দেখে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়।
 
লেডিবার্ড একটি কফিশপে চাকরি নেয়। সেখানে সে বালক বিদ্যালয়ের শিক্ষার্থী কাইলের সাথে পরিচিত হয়। তারা দুজন ডেটিং শুরু করে। লেডি বার্ড জুলিকে ত্যাগ করে এবং নতুন নাটকের জন্য জনপ্রিয় মেয়ে জিনা ওয়ালটনের সাথে জুটি বাঁধে। তারা একটি নানের গাড়ি ভেঙ্গে দেয়। লেডি বার্ড কাইল ও জিনার সাথে ঘনিষ্ঠ হতে থাকলে সে ধীরে ধীরে জুলির কাছ থেকে দূরে সরে যায় এবং মঞ্চ অনুষ্ঠান ছেড়ে দেয়। সে ড্যানির সাথে আবার বন্ধুত্ব গড়ে তোলে।
 
==কুশীলব==