কয়লা (চলচ্চিত্র): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২২ নং লাইন:
}}
 
'''কয়লা''' ({{lang-en|Koyla - ''Coal''}}) এটি ১৯৯৭ সালের একটি [[বলিউড]] চলচ্চিত্র। ছবিটির কাহিনীকার, প্রযোজক ও পরচালক রাকেশ রোশন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.imdb.com/title/tt0136352/|শিরোনাম=Koyla (1997)|প্রকাশক=Imdb}}</ref> ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন [[শাহরুখ খান]], [[মাধুরী দীক্ষিত]] ও অমরিশ পুরি। এছাড়াও কয়েকটি গুরুপ্তপুর্ণ চরিত্রে আছেন হিমানী শিভপুরি, জনি লিভার, অশোক সরাফ এবং কুনিকা। মহ্নিশ বেহল-কে একটি বৈশিষ্টমূলক অতিথি উপস্থিতি করা হয়। পরিচালক রাকেশ রোশনের পুত্র [[ঋত্বিক রোশন]] এই ছবির সহযোগী পরিচালক হিসেবে কাজ করেন।
 
বক্স-অফিস-ভারত ঘোষণা করে, ১৯৯৭ সালের সর্বোচ্চ আয়ের ছবিগুলোর মধ্যে ''কয়লা'' ছবিটি স্বল্প আয়ের একটি ছবি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=203&catName=MTk5Nw==|শিরোনাম=Box Office 1997|প্রকাশক=box-office-india|সংগ্রহের-তারিখ=২৯ ডিসেম্বর ২০১১|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20110121001213/http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=203&catName=MTk5Nw==|আর্কাইভের-তারিখ=২১ জানুয়ারি ২০১১|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> ছবিতে 'ঘুঙ্গাতে ম্যায় চাঁদা হাই', 'তানহাই, তানহাই, তানহাই' এবং 'দেখা তুঝে তো, জিনে লাগে হাম' গানগুলোর জন্য ছবিটি শ্রোতাদের পছন্দের তালিকায় উঠে এসেছে।
 
== শ্রেষ্ঠাংশে ==
* [[শাহরুখ খান]] - সংকর