ঈশ্বরচন্দ্র গুপ্ত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Soumyadip Dewanji (আলোচনা | অবদান)
সংশোধন, পরিষ্কারকরণ
Soumyadip Dewanji (আলোচনা | অবদান)
→‎শিক্ষা জীবন: সম্প্রসারণ, সংশোধন, পরিষ্কারকরণ
৩১ নং লাইন:
 
== জন্ম এবং পারিবারিক পরিচিতি ==
তাঁর জন্ম উত্তর চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী (বর্তমানে কাঁচড়াপাড়া) গ্রামের এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে, যা বর্তমান পশ্চিমবঙ্গে অবস্থিত। তাঁর প্রপিতামহ নিধিরাম ছিলেনগুপ্ত একজনছিলেন সুবিখ্যাতনামকরা কবিরাজ এবং তার পিতা হরিনারায়ণ দাশগুপ্ত আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। মায়ের নাম শ্রীমতী দেবী। তার বয়স যখন দশ তখন তার মা পরলোকগমন করেন। পিতা ২য় বিয়ে করলে এর পর থেকে তিনি কোলকাতার জোড়াসাঁকোতে মামার বাড়িতে বাস করতে শুরু করেন। মাত্র ১৫ বৎসর বয়সে তার বিয়ে হয় গৌরহরি মল্লিকের কন্যা দুর্গামণি দেবী রেবার সঙ্গে।<ref name="বাংলাপিডিয়া">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=বাংলাপিডিয়া |ইউআরএল=http://www.banglapedia.org/httpdocs/HT/G_0231.HTM |সংগ্রহের-তারিখ=১০ জানুয়ারি ২০১২ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20120416014508/http://www.banglapedia.org/httpdocs/HT/G_0231.HTM |আর্কাইভের-তারিখ=১৬ এপ্রিল ২০১২ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== শিক্ষা জীবন ==
 
তাঁর যখন মাত্র দশ বছর বয়সেবয়স, তখন হঠাত্ই তাঁর জীবনে নেমে আসে অন্ধকার। অকালেই প্রয়াণ ঘটে মা শ্রীমতী দেবীর। মাতৃবিয়োগের পর ঈশ্বরচন্দ্রঈশ্বরচন্দ্রকে জোড়াসাঁকোয়কলকাতায় চলে আসতে মাতুলালয়েহয়। আশ্রয় নেন।নেন শৈশবেজোড়াসাঁকোয় মামারবাড়িতে। শৈশবকালে লেখাপড়ায়লেখাপড়ার অমনোযোগীপ্রতি হওয়ারঅমনোযোগিতার কারণে তারতাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশিদূর এগোয়নি,না তবেঅগ্রসর না হলেও, অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারীজোরে ঈশ্বরচন্দ্র নিজ চেষ্টায় বাংলা,সংস্কৃত ও ইংরেজি ভাষা শেখেন এবং বেদান্তদর্শনে যথেষ্ট পারদর্শিতা লাভঅর্জন করেন।
 
== কর্ম জীবন ==