আলাপ:বাংলাদেশের স্বাধীনতার ঘোষক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Symoum Syfullah Priyo (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৮ নং লাইন:
আমার মনে হচ্ছে এ-ই নিবন্ধটি সম্পুর্ন সঠিক নয়। আবার তিনি শেখ মুজিবুর রহমানের ভাষনে জয় পাকিস্তান কোথায় পেলেন তা স্পষ্ট নয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করা ভাষণের কোনো অংশে জয় পাকিস্তান শব্দটি নেই বা রেকর্ড করা অথবা কোনো ভিডিও ক্লিপে এ উক্তিটি নেই। আবার ৭ই মার্চের ভাষণে স্পষ্ট করেই তিনি স্বাধিনতার ডাক দিয়েছিলেন। জিয়াউর রহমান ২৭ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন। কিন্তু তার আগে ২৬মার্চ একই বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা করেন। তাহলে আমরা কি এম এ হান্নানকে স্বাধীনতার ঘোষক বলব? [[ব্যবহারকারী:Towsif Ahmmed Sohan|Towsif Ahmmed Sohan]] ([[ব্যবহারকারী আলাপ:Towsif Ahmmed Sohan|আলাপ]]) ১০:৫৬, ৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
: ধন্যবাদ বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য। নিবন্ধটিতে [[উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পাতা প্রসঙ্গে| ভয়ানক ধোকাবাজি]] হয়েছে। আমি প্রশাসকদের কেউ দ্রুত পদক্ষেপ নিবেন। -- [[ব্যবহারকারী:S Shamima Nasrin| Nasrin]] ([[ব্যবহারকারী আলাপ:S Shamima Nasrin|আলাপ]]) ১৭:১০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)
 
নিবন্ধটি সম্পূর্ণ পক্ষপাতমূলক এবং বিতর্কিত তথ্য দিয়ে ঠাসা। শেখ মুজিবুর রহমান জয় পাকিস্তান বলেছেন এই তথ্যটি কোনমতেই সত্যি নয়। এবং এর উল্লেখকারী লেখক এ কে খন্দকার একে ভুল তথ্য বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। স্বাধীনতার ঘোষক বিতর্কের অবসান হচ্ছে এবং এ ধরনের নিবন্ধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সামরিক অফিসার কর্তৃক একটি রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। তবুও শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ অনেকেই করেছেন। ৭ই মার্চের ঘোষণায় নিঃসন্দেহে ১০ লক্ষ মানুষকে স্বাধীনতার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আর তা বাস্তব রুপ ধারণ করে ২৬শে মার্চ প্রথম প্রহরে মুজিবের ঘোষণার পর। কিন্তু এই নিবন্ধটিতে ২৬ শে মার্চ প্রথম প্রহরের ঘোষণাটিই নেই যা বর্তমানে গ্রহণযোগ্য এবং সংবিধানে অন্তর্ভুক্ত। বরং রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দাবীকৃত ঘোষকের নাম যারা কেবল মুজিবের নামে ঘোষণা পাঠ করেছে; ঘোষণা করেনি। যাকে বা যাদের ঘোষক দাবি করা হয় তারা নিজেরাই কখনো নিজেদের অন্তত ‘ঘোষক’ দাবি করেনি। এই বিভ্রান্তিকর নিবন্ধটির সংশোধন অপরিহার্য। [[ব্যবহারকারী:Symoum Syfullah Priyo|Symoum Syfullah Priyo]] ([[ব্যবহারকারী আলাপ:Symoum Syfullah Priyo|আলাপ]]) ০৫:৩২, ২০ নভেম্বর ২০২০ (ইউটিসি)
"বাংলাদেশের স্বাধীনতার ঘোষক" পাতায় ফেরত যান।