ইনকা সাম্রাজ্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১০৫ নং লাইন:
==রাষ্ট্রব্যবস্থা==
ইনকা সাম্রাজ্যে সম্রাটের হাতে সার্বভৌমত্ব কোনো ক্ষমতা ছিলো না। সাম্রাজ্য জুড়ে ছিল নানা গোত্র আর ভাষার মানুষ। ফলে সাম্রাজের ভেতর ঐক্য গড়ে তোলা কঠিন ছিলো। ইনকাদের মধ্যে ঐক্য গড়ার জন্য কিছু ব্যবস্থা য়ো হয়। এ লক্ষে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে অভিজাতদের একটি দল কুজকোতে আসে। তারা জনসাধারণের ওপর প্রভাব বিস্তার করতে থাকে। সামরিক অভিযান প্রতিহত করার জন্যও সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করা হয়।
== ধর্ম ও সংস্স্কৃৃতি==
==প্রশাসন==
 
ইনকা সমাজে রাজা ছিলেন সূর্যদেবতা ইনটির প্রতিনিধি ।
ইনকাদের [[ধর্ম|ধর্মের]] সাথে [[প্রাচীন মিশর|প্রাচীন মিশরীয়দের]] ধর্মের মিল ছিল। ইনকাদের প্রধান [[দেবতা]] ছিল [[সূর্যদেবতা]] ইন্তি। ইনকা সমাজে রাজা ছিলেন সূর্যদেবতা ইন্তির প্রতিনিধি। ইনকারা মনে করতো ভিরাকোচা নামের এক দেবতা [[তিতিকাকা হ্রদ]] এর পানি থেকে উঠে পৃৃথিবীতে [[জীবন|প্রাণের]] সঞ্চার করেন। তাই তিতিকাকা হ্রদ ও এর [[পানি]] ছিলো তাদের কাছে পবিত্র।
 
ইনকারা তিনটি জগতের উপর বিশ্বাস করতো। উচ্চ জগত, মধ্য জগত ও নিম্ন জগত। উচ্চ জগত হলো [[স্বর্গ]], যেখানে পূণ্যবান ও রাজারা মৃৃত্যুর পর যাবে। সেখানে রয়েছে অসীম সুখ। মধ্য জগত হলো [[পৃৃথিবী]], যেখানের কর্ম অনুযায়ী মৃৃত্যুর পর ফল পাওয়া যাবে। নিম্ন জগত হলো [[নরক]], যেখানে মৃৃত্যুর পর পাপীরা ফল ভোগ করবে।
 
== তথ্যসূত্র ==