মুসলিমদের আজারবাইজান বিজয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
"Muslim conquest of Azerbaijan" পাতাটি অনুবাদ করে তৈরি করা হয়েছে
 
সম্পাদনা সারাংশ নেই
১৪ নং লাইন:
বুকেয়ার ইবনে আবদুল্লাহ, যিনি সম্প্রতি আজারবাইজানকে পরাভূত করেছিলেন, তাকে [[তিবি‌লিসি|তিফলিস]] দখলের দায়িত্ব দেয়া হয়। তিনি কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে বাব থেকে বুকেয়ার উত্তরে যাত্রা করেন। উমর বহুমুখী আক্রমণের তার ঐতিহ্যগত এবং সফল কৌশল অনুশীলন করার সিদ্ধান্ত নেন। যখন বুকেয়ার টিফলিস থেকে মাইল দূরে ছিল, তখন [[উমর ইবনুল খাত্তাব|উমর]] তাকে তার সেনাবাহিনীকে তিন ভাগে ভাগ করার নির্দেশ দেন। উমর হাবিব ইবনে মুসলাইমাকে তিফল, আব্দুলরেহমান কে দখল করার জন্য নিযুক্ত করেন পাহাড়ের দিকে উত্তরে এবং হুযাইফাকে দক্ষিণ পর্বতমালার দিকে অগ্রসর হওয়ার জন্য। হাবিব [[তিবি‌লিসি|টিফলিস]] ও [[কৃষ্ণ সাগর|কৃষ্ণ সাগরের]] পূর্ব উপকূল পর্যন্ত এলাকা দখল করে নেয়। আব্দুলরেহমান উত্তরে ককেশাস পর্বতমালার দিকে এগিয়ে যান এবং উপজাতিদের দমন করেন। হুধেফা দক্ষিণ-পশ্চিমে পার্বত্য অঞ্চলে মিছিল করে সেখানকার স্থানীয় উপজাতিদের দমন করেন। ৬৪৪ সালের নভেম্বর মাসে উমরের মৃত্যুর পর আর্মেনিয়ায় অগ্রসর হন। ততক্ষণে দক্ষিণ [[ককেসাস|ককেশাসের]] প্রায় পুরোটাই দখল হয়ে গেছে।<ref>The Muslim Conquest of Persia By A.I. Akram. Ch:16 {{আইএসবিএন|978-0-19-597713-4}},</ref>
 
৬৪৫ সালের পর ওয়ালিদ বিন উকবার অধীনে বাহিনী রায় এবং আজারবাইজানের দুটি সীমান্ত জেলায় (থুঘুর) চার বছরের আবর্তনে অভিযান চালায়। তাদের সেনাবাহিনীর এক চতুর্থাংশ কুফা থেকে ৪০,০০০ সৈন্য নিয়ে গঠিত প্রতি বছর রেতে প্রায় ৪০০০ এবং আজারবাইযানে ৬০০০ লোক নিয়ে অভিযান চালায়।<ref>{{বই উদ্ধৃতি|ইউআরএল=https://books.google.com/books?id=jFIORCFTA78C&pg=PA213&dq=conquest+azerbaijan+caliphate&hl=en&sa=X&ei=7ue4VKewGoWXuASG74D4BA&redir_esc=y#v=onepage&q=conquest+azerbaijan+caliphate&f=false|শিরোনাম=The Oxford Handbook of Iranian History|শেষাংশ=Daryaee|প্রথমাংশ=Touraj|শেষাংশ২=Daryāyī|প্রথমাংশ২=Tūraǧ|তারিখ=2012-02-16|প্রকাশক=Oxford University Press, USA|ভাষা=en|আইএসবিএন=978-0-19-973215-9}}</ref>
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}