স্পেন জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বহিঃসংযোগ: সম্প্রসারণ
সংশোধন
৬০ নং লাইন:
| Confederations cup best = রানার-আপ ([[২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ|২০১৩]])
}}
'''স্পেন জাতীয় ফুটবল দল''' ({{lang-es|link=no|Selección Española de Fútbol}}, {{lang-en|Spain national football team}}) হচ্ছে আন্তর্জাতিক [[ফুটবল|ফুটবলে]] [[স্পেন|স্পেনের]] প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা [[রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন]] দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা [[ফিফা]]র এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা [[উয়েফা|উয়েফােরউয়েফার]] সদস্য হিসেবে রয়েছে। ১৯২০ সালের ২৮শে আগস্ট তারিখে, স্পেন প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; [[বেলজিয়াম|বেলজিয়ামের]] [[ব্রাসেল্‌স|ব্রাসেল্‌সে]] অনুষ্ঠিত উক্ত ম্যাচে স্পেন [[বেলজিয়াম জাতীয় ফুটবল দল|বেলজিয়ামকে]] ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল।
 
''লা রোহা'' নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্পেনের রাজধানী [[মাদ্রিদ|মাদ্রিদে]] অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[লুইস এনরিকে]] এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন [[রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব|রিয়াল মাদ্রিদের]] [[রক্ষণভাগের খেলোয়াড়]] [[সার্জিও রামোস]]।