সিলিয়া জনসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
ভূমিকা সম্প্রসারণ, প্রারম্ভিক জীবন
১৭ নং লাইন:
}}
'''ডেম সেলিয়া এলিজাবেথ জনসন''', [[ডিবিই]] (১৮ ডিসেম্বর ১৯০৮ - ২৬ এপ্রিল ১৯৮২) ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তার কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন।<ref>"অবিচুয়ারি", ''[[ভ্যারাইটি (পত্রিকা)|ভ্যারাইটি]]'', ২৮ এপ্রিল ১৯৮২।</ref> তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ''ইন হুইচ উই সার্ভ'' (১৯৪২), ''দিস হ্যাপি ব্রিড'' (১৯৪৪), ''ব্রিফ এনকাউন্টার'' (১৯৪৫) ও ''দ্য ক্যাপ্টেন্‌স প্যারাডাইজ'' (১৯৫৩)। তিনি ''ব্রিফ এনকাউন্টার'' চলচ্চিত্রে অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ছয়বার [[বাফটা পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং ''দ্য প্রাইম অব মিস জিন ব্রডি'' (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য একবার [[শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার]] অর্জন করেন।
 
জনসন ১৯২৮ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং অচিরেই ওয়েস্ট এন্ড ও ব্রডওয়ে মঞ্চে সফলতা অর্জন করেন। তিনি তার বাকি জীবন মঞ্চে অভিনয় চালিয়ে যান এবং তার পরবর্তী অধিকাংশ কাজই ছিল টেলিভিশনে। তিনি [[বিবিসি]]র ''প্লে ফর টুডে''-তে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাফটা টিভি পুরস্কার অর্জন করেন। তিনি ৭৩ বছর বয়সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
 
==প্রারম্ভিক জীবন==
জনসন ১৯০৮ সালের ১৮ই ডিসেম্বর [[সারি]]র রিচমন্ডে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল "বেটি"। জনসনের পিতা জন রবার্ট জনসন এবং মাতা ইথেল (বিবাহপূর্ব গ্রিফিথস) জনসন। তিনি প্রথম জনসম্মুখে পরিবেশনা ছিল ১৯১৬ সালে [[প্রথম বিশ্বযুদ্ধ]] থেকে ফিরে সৈন্যদের জন্য তহবিল সংগ্রহের জন্য ''কিং কোফেটুয়া অ্যান্ড দ্য বেগার মেইড''-এ দাতব্য পরিবেশনা।
 
তিনি ১৯১৯ থেকে ১৯২৬ সাল পর্যন্ত লন্ডনে সেন্ট পল্‌স গার্লস স্কুলে পড়াশোনা করেন। তিনি গুস্টাভ হোলস্টের অধীনে বিদ্যালয়ের ঐকতান বাদকদলে পরিবেশনা করতেন। তিনি বিদ্যালয়ের মঞ্চনাটকে অভিনয়ও করতেন, তবে ১৯২৬ সালে [[রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট]]ে (রাডা) ভর্তির সময় তার অন্য কোন অভিনয়ের অভিজ্ঞতা ছিল না। রাডায় তার সহপাঠি ছিলেন মার্গারেটা স্কট।
 
==তথ্যসূত্র==