কাদালিক্কা নেরামিল্লাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
পাভেল ফরিদ (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২১ নং লাইন:
| আয় =
}}
'''কাদালিক্কা নেরামিল্লাই''' ({{lang-ta|காதலிக்க நேரமில்லை|lit=ভালোবাসার সময় নেই}}) হচ্ছে ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত [[সি. ভি. শ্রীধর]] পরিচালিত একটি [[তামিল চলচ্চিত্র]]।<ref name="Sridhar">{{Cite news |last=Srinivasan |first=Meera |date=21 October 2008 |title=Front Page: Veteran film director Sridhar dead |work=[[The Hindu]] |url=http://www.thehindu.com/todays-paper/film-director-sridhar-dead/article1361013.ece |url-status=dead |access-date=16 March 2014 |archive-url=https://web.archive.org/web/20140316051717/http://www.hindu.com/2008/10/21/stories/2008102154260400.htm |archive-date=16 March 2014}}</ref> প্রণয়ধর্মী এবং কিছুটা হাস্যরসাত্মক ঘরানার এই চলচ্চিত্রটিতে [[টি. এস. বালাইয়াহ]], [[আর. মুথুরমণ]], [[কাঞ্চনা (অভিনেত্রী)|কাঞ্চনা]], [[রাজাশ্রী]], [[নাগেশ]], [[সচু]] এবং [[রবিচন্দ্রন]]। প্রযোজক [[সি. ভি. শ্রীধর]] নিজেই ছিলেন, তিনি কাহিনীও কিছুটা লিখেছিলেন চিত্রালয়া গোপুর সঙ্গে। ১৯৬৪ সালের ২৭শে ফেব্রুয়ারী তারিখে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিলো; এই চলচ্চিত্রটি হিন্দি ভাষায় পরিচালক শ্রীধর নিজেই ''[[প্যায়ার কিয়ে জা]]'' (১৯৬৬) নামে পুনঃনির্মাণ করেছিলেন।
 
চলচ্চিত্রটির কাহিনী হচ্ছে বিশ্বনাথনকে নিয়ে, তিনি একজন এস্টেটের মালিক যিনি তাঁর মেয়ে নির্মলা ও কাঞ্চনকে ধনী বর দিয়ে বিয়ে করবেন বলে আশা করছেন। তবে নির্মলা অশোকের প্রেমে পড়েছিলেন, এক সময় তিনি বিশ্বনাথনের দ্বারা নিযুক্ত এক দরিদ্র মানুষ; বিশ্বনাথনের অনুমোদনের জন্য অশোক ধনী ব্যবসায়ীের একমাত্র উত্তরাধিকারী বলে ভান করলেন; তাকে তাঁর বন্ধু ভাসু সমর্থন করেন, যিনি অশোকের কাল্পনিক কোটিপতি বাবা চিদাম্বরমের ভূমিকায় রয়েছেন। ভাসু তার প্রেমিক কাঞ্চনাকে বিশ্বনাথনের অন্য কন্যা বলে আবিষ্কার করলে ত্রুটির একটি কৌতুক আসে।