ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন
 
সম্প্রসারণ
৫৭ নং লাইন:
| Regional cup best = চতুর্থ স্থান ([[২০১১ কোপা আমেরিকা|২০১১]])
}}
'''ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দল''' ({{lang-es|Selección de fútbol de Venezuela}}, {{lang-en|Venezuela national football team}}) হচ্ছে আন্তর্জাতিক [[ফুটবল|ফুটবলে]] [[ভেনেজুয়েলা|ভেনেজুয়েলার]] প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ভেনেজুয়েলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা [[ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন]] দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৫২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা [[ফিফা]]র এবং একই বছর হতে তাদের আঞ্চলিক সংস্থা [[কনমেবল|কনমেবলের]] সদস্য হিসেবে রয়েছে। ১৯৩৮ সালের ১২ই ফেব্রুয়ারি তারিখে, ভেনেজুয়েলা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; [[পানামা|পানামার]] [[পানামা সিটি|পানামা সিটিতে]] অনুষ্ঠিত উক্ত ম্যাচে ভেনেজুয়েলা [[পানামা জাতীয় ফুটবল দল|পানামার]] কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।
 
৪২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট [[এস্তাদিও মেত্রোপলিতানো দে মেরিদা|এস্তাদিও মেত্রোপলিতানো দে মেরিদায়]] ''লা বিনোতিন্তো'' নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ভেনেজুয়েলার রাজধানী [[কারাকাস|কারাকাসে]] অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন [[জোসে পেজেইরো]] এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন [[তোরিনো ফুটবল ক্লাব|তোরিনোর]] [[মধ্যমাঠের খেলোয়াড়]] [[তমাস রিংকং]]।
 
ভেনেজুয়েলা এপর্যন্ত একবারও [[ফিফা বিশ্বকাপ|ফিফা বিশ্বকাপে]] অংশগ্রহণ করতে পারেনি।<ref>{{cite web |title=The FIFA/Coca-Cola World Ranking |url=https://www.fifa.com/fifa-world-ranking/ranking-table/men/ |website=FIFA.com |publisher=FIFA |accessdate=28 November 2018}}</ref> অন্যদিকে, [[কোপা আমেরিকা|কোপা আমেরিকায়]] ভেনেজুয়েলা এপর্যন্ত ১৮ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে [[২০১১ কোপা আমেরিকা|২০১১ কোপা আমেরিকায়]] চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা [[পেরু জাতীয় ফুটবল দল|পেরুর]] কাছে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=https://www.malagacf.com/en/news/rondons-venezuela-fourth-in-the-copa-america |শিরোনাম=Rondón’s Venezuela fourth in the Copa América |তারিখ=২৩ জুলাই ২০১১ |কর্ম=[[মালাগা ফুটবল ক্লাব]] |সংগ্রহের-তারিখ=১১ নভেম্বর ২০২০}}</ref>
 
[[হুয়ান আরাঙ্গো]], [[হোসে মানুয়েল রে]], [[সালোমন রন্দোন]], [[জিয়ানকার্লো মালদোনাদো]] এবং [[রুবের্ত মোরান|রুবের্ত মোরানের]] মতো খেলোয়াড়গণ ভেনেজুয়েলার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।