কোলাহল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:কোলাহল যোগ
আলবি রেজা (আলোচনা | অবদান)
→‎স্বাস্থ্যঝুঁকি: অনুল্লেখ্য।
ট্যাগ: পুনর্বহালকৃত মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২১ নং লাইন:
উচ্চ শব্দ বা কোলাহল স্বাস্থ্যের জন্য নেতিবাচক। এটি মানুষের শারীরিক ও মানসিক উভয় ধরণের ক্ষতিরই কারণ হতে পারে। শারীরিক ক্ষতি যেমন: শ্রবণশক্তিনাশ , [[উচ্চ রক্তচাপ]], অনিদ্রা, কানে ভোঁ ভোঁ শব্দ শোনা, [[হৃৎ-ধমনীর ব্যাধি]] ইত্যাদির কারণ। মানসিক সমস্যার মধ্যে বিরক্তিবোধ, হতাশা, উদ্বেগ ইত্যাদি উল্লেখযোগ্য। এমনকি উচ্চ শব্দ এমন মানসিক পরিবর্তন করে যাতে ব্যক্তিত্ব পরিবর্তন এবং হিংস্র বা উগ্র কাজের মতো ঘটনাও মানুষের দ্বারা সংঘটিত হয়।<ref>{{Cite web|url=http://www.who.int/ceh/capacity/noise.pdf|title=Children and Noise | publisher = World Health Organization }}</ref>
 
এ ধরনের শব্দ শ্রবণেন্দ্রিয়ের [[কোষ (জীববিজ্ঞান)|কোষগুলোকে]] অধিক উদ্দীপ্ত করে এবং স্থায়ীভাবে কোষে ক্ষত এমনকি মৃত কোষেও পরিণত করতে পারে।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=Noise-induced hearing loss|শেষাংশ=|প্রথমাংশ=|বছর=১৯৭৬|প্রকাশক=Raven|অবস্থান=New York|পাতাসমূহ=৪১-৪৮|আইএসবিএন=}}</ref> ফলে শোনার ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। দীর্ঘ সময় ধরে 85 dB(ডেসিবেল) শব্দসীমার উপর শ্রুত শব্দ স্থায়ীভাবে শ্রবণশক্তি নষ্ট করতে পারে । অন্যদিকে অল্প সময়ের জন্য এ পরিমাণ শব্দ শুনলে তা সহ্যসীমার ভিতরে থাকে।
 
==আরও দেখুন==
•[[শব্দ]]