ওয়াল্টার ফ্লেমিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎কর্মজীবন: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
→‎কর্মজীবন: লেখা যোগ
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১২ নং লাইন:
 
ফ্লেমিং কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করেছিলেন। এছাড়াও তিনি অপত্য কোষে ক্রোমোজোমের বণ্টন প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। তিনি এই প্রক্রিয়ার নাম দেন [[মাইটোসিস]]।
শব্দটি গ্রিক ভাষা হতে আগত এবং এর অর্থ সুতা। তবে অপত্য ক্রোমাটিড সমভাগে দ্বিবিভাজিত হওয়ার প্রক্রিয়া ফ্লেমিং পর্যবেক্ষণ করেননি। সামুদ্রিক সালামান্ডার মাছের কোষের অঙ্গাণুতে ফ্লেমিং মাইটোসিস প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। ১৮৭৮ সালে ফ্লেমিংয়ের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১৮৮২ সালে সাড়া জাগানো গ্রন্থ জেলসাবস্টাঞ্জ কার্ন উন্ড জেলথেইলাং (কোষ অঙ্গাণু, নিউক্লিয়াস ও কোষ বিভাজন) গ্রন্থে এটি পুস্তকাকারে লিপিবদ্ধ রয়েছে। এ সকল আবিষ্কারের ভিত্তিতে তিনি বলেন, নিউক্লিয়াস থেকেই নিউক্লিয়াস সৃষ্টি হয় (ভারচুর ওমনিস সেলুলা ই সেলুলা (কোষ হতেই কোষের উৎপত্তি ঘটে) অবলম্বনে ফ্লেমিং "ওমনিস নিউক্লিয়াস ই নিউক্লিও" কথাটির উদ্ভাবন করেন)।
 
মানবিক মূল্যবোধের পরিচয় প্রদানের জন্যও ফ্লেমিং খ্যাত ছিলেন। তিনি প্রতি সপ্তাহে গৃহহীন মানুষকে খাওয়াতেন। তিনি যা উপার্জন করতেন, তার বিশ ভাগ অর্থ গৃহহীনদেী দান করে দিতেন। দারিদ্র্যের কারণে যেসব শিশু বিদ্যালয়ে যেতে পারত না, তিনি তাদের গণিত ও বিজ্ঞান পড়াতেন।