বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
দ্রুত বিষয়শ্রেণী যুক্তকরা হয়েছে বিএসডি ( হটক্যাট ব্যবহার করে)
Nasirkhan (আলোচনা | অবদান)
৬৮ নং লাইন:
:''আরও জানতে দেখুন: [[:Category:বিএসডি]] and [[বিএসডি অপারেটিং সিস্টেমগুলির তুলনা]]''
 
একাধিক অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি হিসাবে বিএসডি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে জনপ্রিয় [[মুক্ত সোর্স|ওপেন সোর্স]] বিএসডি এর প্রায় সবগুলি যেমন:[[ফ্রীবিএসডি]], [[নেটবিএসডি]], [[ওপেন বিএসডি]]। নেটবিএসডি ও ফ্রী বিএসডি দুটিই তৈরী করা হয় ১৯৯৩ সালে। তখন এটি [[৩৮৬বিএসডি]] এর উপর ভিত্তি করে তৈরী করা হলেও পরবর্তীতে [[4.4BSD]]-Lite প্রকাশের পর এদের কোডবেজ হিসাবে [[4.4BSD]]-Lite ব্যবহার শুরু করা হয়। নেট বিএসডি থেকে ওপেন বিএসডি আলাদা করে তৈরী করা হয় ১৯৯৫ সালে। বর্তমানে বিএসডি বলতে এই এই তিনটিকেই বোঝানো হয়। পরবর্তীতে এগুলি থেকে আরও অনেক ধরনের বিএসডি তৈরী করা হয়েছে, যার মধ্যে রয়েছে [[DragonFly BSD]], [[FreeSBIE]], [[MirOS BSD]], [[DesktopBSD]], এবং [[PC-BSD]]। বিশ্ববিদ্যালয় এর প্রকল্প বা বানিজ্য়িক কাজের উদ্দেশ্যে তৈরী করা ছাড়াও আরও বিষয় ও কাজের ভিত্তিতে এই বিএসডি গুলি তৈরী করা হয়েছে। বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় বানিজ্যিক অপারেটিং সিস্টেম বিএসডি বা এর কোন অবরোহীর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে; যেমন [[Sun Microsystems|সান মাইক্রোসিস্টেমের]] [[সান অপারেটিং সিস্টেম]]এবং [[অ্যাপ্‌ল কম্পিউটার]] এর [[ম্যাকিনটোশ_অপারেটিং_সিস্টেম|ম্যাক অপারেটিং সিস্টেম]]।
 
এখনকার সময়ের প্রায় সবগুলি বিএসডি অপারেটিং সিস্টেমই [[মুক্ত সোর্স|ওপেন সোর্স]] এবং এগুলি বিনামূল্যে নামিয়ে ব্যবহার করা যায় [[বিএসডি লাইসেন্স|বিএসডি লাইসেন্সের]] অধিনে থেকেই । তবে একমাত্র ব্যতিক্রম হল [[ম্যাকিনটোশ_অপারেটিং_সিস্টেম|ম্যাক অপারেটিং সিস্টেম]]। এটির [[মনোলিথিক কার্নেল]] আর্কিটেকচার ব্যবহার করে তৈরী করা হলেও এটির বিশেষ বৈশিষ্ট হল এর [[hybrid kernel]]।
 
অতীতে ইউনিক্সের বিভিন্ন বানিজ্যিক সংস্করণের মূল ভিত্তি হিসাবে বিএসডি ব্যবহার করা হয়, এগুলির মধ্যে রয়েছে [[Sun Microsystems|সান মাইক্রোসিস্টেমের]] [[সান অপারেটিং সিস্টেম]], [[Sequent Computer Systems]]-এর [[Dynix]], [[NeXT]]-এর [[NeXTSTEP]], [[Digital Equipment Corporation]]-এর [[Ultrix]] এবং OSF/1 AXP (যেটি এখন [[Tru64 UNIX]] নামে পরিচিত)।NeXT এর সফটওয়্যারের কিছু ম্যাক অপারেটিং সিস্টেমের ভিত্তি তৈরীতে ব্যবহৃত হয়েছে। ম্যাক অপারেটিং সিস্টেম হল সর্বাধিক ব্যাবসা সফল বিএসডি অবরোহীগুলির মধ্যে অন্যতম।