বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nasirkhan (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Nasirkhan (আলোচনা | অবদান)
৬৪ নং লাইন:
 
== গুরুত্বপূর্ণ বিএসডি অবরোহী==
[[Image:Bsd distributions usage.svg|right|thumb|[[কলাম লেখচিত্র]]-এ ২০০৫ সালে অনুষ্ঠিত জরিপের ফলাফল দেখা যাচ্ছে যেখানে ফলাফলে বিএসডি-এর বিভিন্ন অবরোহীর ব্যবহারকারীর সংখ্যার একটি তুলনা দেখা যাচ্ছে। <ref name="survey">{{cite web|url=http://www.bsdcertification.org/downloads/pr_20051031_usage_survey_en_en.pdf|title=BSD Usage Survey|date=2005-10-31|publisher=BSD Certification Group|accessdate=2009-01-20}}</ref> জরিপে অংশগ্রহনকারীদের একাধাইরএকাধিক বিএসডি এর নাম অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল।]]
 
:''আরও জানতে দেখুন: [[:Category:বিএসডি]] and [[বিএসডি অপারেটিং সিস্টেমগুলির তুলনা]]''
 
একাধিক অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি হিসাবে বিএসডি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে জনপ্রিয় [[ওপেন সোর্স]] বিএসডি এর প্রায় সবগুলি যেমন:[[ফ্রীবিএসডি]], [[নেটবিএসডি]], [[ওপেন বিএসডি]]। নেটবিএসডি ও ফ্রী বিএসডি দুটিই তৈরী করা হয় ১৯৯৩ সালে। তখন এটি [[৩৮৬বিএসডি]] এর উপর ভিত্তি করে তৈরী করা হলেও পরবর্তীতে [[4.4BSD]]-Lite প্রকাশের পর এদের কোডবেজ হিসাবে [[4.4BSD]]-Lite ব্যবহার শুরু করা হয়। নেট বিএসডি থেকে ওপেন বিএসডি আলাদা করে তৈরী করা হয় ১৯৯৫ সালে। বর্তমানে বিএসডি বলতে এই এই তিনটিকেই বোঝানো হয়। পরবর্তীতে এগুলি থেকে আরও অনেক ধরনের বিএসডি তৈরী করা হয়েছে, যার মধ্যে রয়েছে [[DragonFly BSD]], [[FreeSBIE]], [[MirOS BSD]], [[DesktopBSD]], এবং [[PC-BSD]]। বিশ্ববিদ্যালয় এর প্রকল্প বা বানিজ্য়িক কাজের উদ্দেশ্যে তৈরী করা ছাড়াও আরও বিষয় ও কাজের ভিত্তিতে এই বিএসডি গুলি তৈরী করা হয়েছে। বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় বানিজ্যিক অপারেটিং সিস্টেম বিএসডি বা এর কোন অবরোহীর উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে; যেমন [[Sun Microsystems|সান মাইক্রোসিস্টেমের]] [[সান অপারেটিং সিস্টেম]]এবং [[অ্যাপ্‌ল কম্পিউটার]] এর [[ম্যাক অপারেটিং সিস্টেম]]।
 
== তথ্যসূত্র ==