উইকিপিডিয়া আলোচনা:লক্ষ্য এবার লক্ষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
বট কর্তৃক ২টি অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তর
১০ নং লাইন:
}}
{{সংগ্রহশালাসমূহ}}
== ইথিন ও ইথিলিন ==
 
আপনারা নিশ্চয়ই জানেন, ইথিন ও ইথিলিন একই জিনিস। {{re|Meghmollar2017}} ইথিন নিবন্ধ বর্তমান থাকা সত্ত্বেও শশাঙ্কবাবুর অনুরোধে ইথিলিন নিবন্ধ তালিকায় যোগ করেছেন। আমিও তাঁকে নম্বর দিয়ে দিয়েছি । হয়তোবা আদিব সাহেব, শশাঙ্ক বাবু এবং আমি কেউই জানতাম না ইথিন নামে প্রবন্ধটি আগে থেকেই আছে। এমতাবস্থায় করণীয় বলবেন প্লিজ? চির শুভার্থী, [[ব্যবহারকারী:Ppt2003|Ppt2003]] ([[ব্যবহারকারী আলাপ:Ppt2003|আলাপ]]) ১৯:৫১, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)।
:{{re|Ppt2003}} আপনি নিবন্ধটি কি ভালো করে পর্যালোচনা করেছিলেন? একটা নিবন্ধ পর্যালোচনার সময় শুরুতে আন্তঃউইকি সংযোগ, বিষয়শ্রেণী আছে কিনা দেখবেন। যেটি উক্ত নিবন্ধের ক্ষেত্রে ছিলো না। এবং আপনি তা যোগ করেও দেন নি। তাছাড়া নিবন্ধটির শিরোনাম ইথিলিন হলেও নিবন্ধ প্রণেতা শুরুতে ইথিলিনের সাথে বন্ধনীতে ইথিন না লিখে ইথেন লিখেছেন যেটি কিন্তু অন্য একটি যৌগ। এটিও দূর্ভাগ্যবশত আপনার নজর এড়িয়ে গেছে। এছাড়াও নিবন্ধটিতে আরও ত্রুটি রয়েছে অথচ, আপনি কোনো সংশোধন করে না দিয়েই গ্রহণ করে নিলেন। আমি নিবন্ধটি ফাউন্টেন থেকে মুছে দিয়েছি কেননা নিবন্ধ প্রণেতার আরও দুটি তালিকার বাইরের নিবন্ধ জমা হয়েছে সেগুলো মুছে দিচ্ছি না তন্মধ্যে আরও একটি নিবন্ধ ইতোমধ্যে আপনি গ্রহণ করেছেন। [[ইথিলিন]] ও [[ইথিন]] একজন প্রশাসক কর্তৃক একত্রীকরণ করা হবে। অনুগ্রহ করে পরবর্তীতে এসব বিষয় খেয়াল রাখবেন, আশা করি এই ধরনের সমস্যা হবে না। — [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ২০:২১, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
::ভুল হতেই পারে। ব্যাপার না :) --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ২০:২৩, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
:::{{np|আফতাবুজ্জামান}} ভুলটা বলে দিলাম আর কি, যাতে পরবর্তীতে সতর্ক হতে পারে। — [[ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon|আল রিয়াজ উদ্দীন]] ([[ব্যবহারকারী আলাপ:Al Riaz Uddin Ripon|আলাপ]]) ২০:৩৭, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
::::{{ping|Ppt2003}} ইথিন বা ইথিলিন নামে কোনো নিবন্ধ কখনোই তালিকায় যোগ করা হয়নি। কিন্তু Polyethylene (পলিথিন) নামে একটি নিবন্ধ রয়েছে, যার সাথে গুলিয়ে ফেলেছিলাম। যদি ফাউন্টেনে নিবন্ধটি গ্রহণ করা হয়ে থাকে (মানে, উপযোগী হয়), তবে শশাঙ্ক বাবুকে নম্বর দিয়ে রসায়ন মাস শেষ হওয়ার পর দুইটি নিবন্ধ একত্রীকরণ করা হউক। — [[ব্যবহারকারী:Meghmollar2017|আদিভাই]] • [[ব্যবহারকারী আলাপ:Meghmollar2017|আলাপ]] • ০৪:০২, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
==ভুল সংশোধন==
[[গেয়র্গ ডে হেভেসি]] নিবন্ধের "গেয়র্গ ডে হেভেসি" অংশে ভুল থাকায় তা গ্রহণ করা হয় নি। তাই আমি তা সংশোধন করেছি। তা পুনঃপর্যালোচনা করে গ্রহণ করার অনুরোধ রইলো।--[[ব্যবহারকারী:Shashanka Chandra Das|Shashanka Chandra Das]] ([[ব্যবহারকারী আলাপ:Shashanka Chandra Das|আলাপ]]) ০৬:০৪, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
 
== মতামত জানার প্রসঙ্গে ==
 
"লক্ষ্য এবার লক্ষ" প্রকল্প পাতায় ফিরুন।