আসাদ ফুদাদিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - অনুচ্ছেদ সৃষ্টি!
১০৯ নং লাইন:
২০০৪ সাল থেকে আসাদ ফুদাদিনের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বামহাতি মাঝারিসারির ব্যাটসম্যান আসাদ ফুদাদিনের প্রতিভা শুরুতেই চিহ্নিত করা হয়েছিল।
 
২০০৪ সালে আসাদ ফুদাদিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। ২০০৩-০৪ মৌসুমের [[Regional Four Day Competition|ক্যারিব বিয়ার কাপে]] [[কেনিয়া জাতীয় ক্রিকেট দল|কেনিয়ার]] বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বি দলের সদস্যরূপে খেলেন তিনি। পরের মৌসুমে একই প্রতিযোগিতায় গায়ানার পক্ষে খেলেন। এরপর, এপ্রিল, ২০০৫ সালে [[Nottinghamshire Cricket Board Premier League|নটিংহ্যামশায়ার ক্রিকেট বোর্ড প্রিমিয়ার লীগে]] উলাটন ক্রিকেট ক্লাবের পক্ষে এক মৌসুম খেলেন। এরপর, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিন বছর ইংল্যান্ড ওয়েস্ট প্রিমিয়ার লীগ দ্বিতীয় প্রিমিয়ারে [[Trowbridge Cricket Club|ট্রোব্রিজ ক্রিকেট ক্লাবের]] পক্ষে খেলেন। ঐ সময়ে ৮৫.৭৭ গড়ে ২,৬৫৯ রান ও ২৬.৫৩ গড়ে ৬০ [[উইকেট]] লাভ করেন।<ref>{{Cite web| title=Assad Fudadin statistics on Trowbridge CC website|url=http://www.trowbridge.cc/statistics/players/145/?s=0&t=0}}</ref>
 
কয়েক বছর ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে খেলার পর ২০১০ সালে সফররত [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ে দলের]] বিপক্ষে খেলার জন্যে [[West Indies A cricket team|ওয়েস্ট ইন্ডিজ এ দলের]] পক্ষে মনোনীত হন। এরপর, ইংল্যান্ড সফরে যাবার পর নিজ দেশে [[Pakistan A cricket team|পাকিস্তান এ দলের]] মুখোমুখি হন। দূর্দান্ত ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ [[ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড]] থেকে তাকে চুক্তিতে নিয়ে আসা হয়।
১১৬ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন আসাদ ফুদাদিন। ৭ জুন, ২০১২ তারিখে বার্মিংহামে স্বাগতিক [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২ আগস্ট, ২০১২ তারিখে কিংস্টনে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন [[একদিনের আন্তর্জাতিক|ওডিআইয়ে]] অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
 
[[Australian cricket team in West Indies in 2011–12|মার্চ, ২০১২]] সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্যে তাকে দলে রাখা হয়। ২০১২ সালে ইংল্যান্ডে গ্রীষ্মকালীন সফরের লক্ষ্যে তাকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য করা হয়।<ref>{{cite news |title=West Indies recall Denesh Ramdin and Marlon Samuels |url=https://www.bbc.co.uk/sport/0/cricket/17875510 |work=BBC Sport |publisher=British Broadcasting Corporation |date=27 April 2012 |accessdate=13 May 2012 }}</ref> ঐ বছরের মে মাসে ইংল্যান্ড গমন করেন। প্রথম দুই টেস্টে তাকে খেলানো হয়নি। সিরিজের তৃতীয় টেস্টে তার অভিষেক পর্ব সম্পন্ন হলেও দুই দিন বৃষ্টির কবলে পড়ে।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==
* [[জেসন মোহাম্মদ]]
* [[ডেভিড উইলিয়ামস]]
* [[ওয়েস্ট ইন্ডিয়ান টেস্ট ক্রিকেটারদের তালিকা]]
* [[প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা]]
* [[২০১৪-১৫ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর]]
 
== বহিঃসংযোগ ==