আসাদ ফুদাদিন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক অন্তর্ভূক্তি!
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = আসাদ ফুদাদিন
| image =
৬ নং লাইন:
| fullname = আসাদ বদর ফুদাদিন
| nickname =
| birth_date = {{birthজন্ম dateতারিখ and ageবয়স|1985|8|1|df=y}}
| birth_place = রোজ হল, বারবাইস, গায়ানা
| death_date =
৯৬ নং লাইন:
}}
 
'''আসাদ বদর ফুদাদিন''' ({{lang-en|Assad Fudadin}}; জন্ম: ১ আগস্ট, ১৯৮৫) বারবাইসের রোজ হল এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১০-এর শুরুরদিকে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
 
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে [[গায়ানা জাতীয় ক্রিকেট দল|গায়ানা]] ও গায়ানা আমাজন ওয়ারিয়র্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন '''আসাদ ফুদাদিন'''।
 
২০০৪== সাল থেকে আসাদ ফুদাদিনের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ==
২০০৪ সাল থেকে আসাদ ফুদাদিনের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বামহাতি মাঝারিসারির ব্যাটসম্যান আসাদ ফুদাদিনের প্রতিভা শুরুতেই চিহ্নিত করা হয়েছিল।
 
২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেন। তিনটি অর্ধ-শতরানের ইনিংস খেলে দলকে চূড়ান্ত খেলায় নিয়ে যান।
২০০৯-১০ মৌসুমে ঘরোয়া প্রথম-শ্রেণীর প্রতিযোগিতায় গায়ানার শীর্ষস্থানীয় রান সংগ্রাহক ছিলেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করেছেন আসাদ ফুদাদিন। ৭ জুন, ২০১২ তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২ আগস্ট, ২০১২ তারিখে কিংস্টনে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন [[একদিনের আন্তর্জাতিক|ওডিআইয়ে]] অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।
 
মার্চ, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্যে তাকে দলে রাখা হয়। ঐ বছরের মে মাসে ইংল্যান্ড গমন করেন।
 
== তথ্যসূত্র ==