ফ্রেড জিনেমান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
চলচ্চিত্রের তালিকা
প্রারম্ভিক জীবন
১৭ নং লাইন:
'''আলফ্রেড জিনেমান''' (২৯ এপ্রিল ১৯০৭ - ১৪ মার্চ ১৯৯৭) ছিলেন অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি লোমহর্ষক, পশ্চিমা ধাঁচের, [[নোয়া চলচ্চিত্র]], ও সাহিত্যের উপযোগকরণসহ বিভিন্ন ধরনের চলচ্চিত্র নির্মাণ করে চারটি [[একাডেমি পুরস্কার]] অর্জন করেছেন। পঞ্চাশ বছরের কর্মজীবনে তিনি ২৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
 
তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ''দ্য মেন'' (১৯৫০), ''[[হাই নুন]]'' (১৯৫২), ''[[ফ্রম হিয়্যারহিয়ার টু ইটার্নিটি]]'' (১৯৫৩), ''ওকলাহোমা!'' (১৯৫৫), ''দ্য নানস স্টোরি'' (১৯৫৯), ''আ ম্যান ফর অল সিজনস্'' (১৯৬৬), ''দ্য ডে অব দ্য জেকেল'' (১৯৭৩), ও ''জুলিয়া'' (১৯৭৭)। তার নির্মিত চলচ্চিত্রসমূহ ৬৫টি বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছে ও ২৪টি পুরস্কার জিতেছে।
 
জিনেমানের পরিচালনায় অভিনয় করে ১৯ জন অভিনয়শিল্পী অস্কারের মনোনয়ন লাভ করেছেন, তন্মধ্যে রয়েছেন [[ফ্রাঙ্ক সিনাত্রা]], [[মন্টগামারি ক্লিফট]], [[অড্রি হেপবার্ন]], [[গ্লিনিস জন্স]], [[পল স্কোফিল্ড]], [[রবার্ট শ (অভিনেতা)|রবার্ট শ]], [[ওয়েন্ডি হিলার]], [[জেসন রবার্ডস]], [[ভানেসা রেডগ্রেভ]], [[জেন ফন্ডা]], [[গ্যারি কুপার]], ও [[ম্যাক্সিমিলিয়ান শেল]]।
 
==প্রারম্ভিক জীবন==
জিনেমান ১৯০৭ সালের ২৯ এপ্রিল রৎসেৎসোভে জন্মগ্রহণ করেন।<ref name="rzenews">{{cite web |title=Fred Zinnemann will return to Rzeszów. In August for an extraordinary film festival |url=http://rzeszow-news.pl/fred-zinnemann-wroci-do-rzeszowa-w-sierpniu-na-niezwykly-filmowy-festiwal/ |website=rzeszow-news |accessdate=২৭ অক্টোবর ২০২০}}</ref><ref name="forbes22">{{cite web |title=The Immigrant who Directed The American Classic High Noon |url=https://www.forbes.com/sites/stuartanderson/2018/09/07/the-immigrant-who-directed-the-american-classic-high-noon/ |publisher=[[ফোর্বস]] |accessdate=২৭ অক্টোবর ২০২০}}</ref><ref>{{cite web |title=Why Fred Zinnemann never mentioned his native Rzeszów? |url=http://www.biznesistyl.pl/ludzie/sylwetki/7293_fred-zinnemann-nigdy-nie-wspominal-o-rodzinnym-rzeszowie.html |website=biznesistyl |publisher=biznesistyl|accessdate=২৭ অক্টোবর ২০২০}}</ref><ref>{{cite web|url=https://szukajwarchiwach.pl/59/533/0/-/72/skan/full/TDq-ZPkV34DdrvisxIldFA|title=Civil Registration Book of Jewish Children in Rzeszów 1906-1909|date=1909|publisher=National Records Office in Rzeszów|accessdate=২৭ অক্টোবর ২০২০|via=Archival resources online}}</ref> তার পিতা অস্কার জিনেমান একজন ডাক্তার ছিলেন এবং তার মাতা আনা (ফেইওয়েল)।<ref>{{cite book|url=https://books.google.com/books?id=gvFkAAAAMAAJ|title=My Life in the Movies: An Autobiography|first=ফ্রেড|last=জিনেমান|date=August 3, 1992|publisher=[[চার্লস স্ক্রিবনার্স সন্স]]|accessdate=২৭ অক্টোবর ২০২০|via=গুগল বুকস|isbn=9780684190501}} pages 48-49</ref><ref>{{cite book|url=https://books.google.com/books?id=SiK_3d6a7DQC&pg=PR17|title=Fred Zinnemann: Interviews|first=ফ্রেড|last=জিনেমান|date=৩ আগস্ট ২০১৮|publisher=ইউনিভার্সিটি প্রেস অব মিসিসিপি|accessdate=২৭ অক্টোবর ২০২০|via=গুগল বুকস|isbn=9781578066988}}</ref> তার পিতামাতা অস্ট্রীয় ইহুদি ছিলেন।<ref name=Hillstrom/><ref>[https://www.telegraph.co.uk/culture/music/proms/10233613/The-music-behind-Hollywoods-golden-age.html the London telegraph: "The music behind Hollywood's golden age - As the Proms pays tribute to Hollywood's golden age, Tim Robey looks at the composers who redefined the film score"] By Tim Robey] 24 Aug 2013</ref> তার এক ছোট ভাই ছিল। শৈশবে অস্ট্রিয়ায় থাকাকালীন তিনি সঙ্গীতজ্ঞ হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে ১৯২৭ সালে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য [[ভিয়েনা বিশ্ববিদ্যালয়]]ে ভর্তি হন।<ref name=Hillstrom/>
 
আইন বিষয়ে অধ্যয়নকালে তিনি চলচ্চিত্রের প্রতি আকৃষ্ট হন এবং তার পিতামাতাকে প্যারিসে চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়ার বিষয়ে রাজি করান। প্যারিসে একোল তেকনিক দ্য ফোতোগ্রাফি এ সিনেমাতোগ্রাফিতে এক বছর পড়ার পর তিনি চিত্রগ্রাহক হন এবং বার্লিনে কয়েকটি চলচ্চিত্রে কাজ পান। পরবর্তীকালে তিনি হলিউডে অভিবাসিত হন।<ref name=Hillstrom/> তার পিতামাতা দুজনেই [[ইহুদি গণহত্যা]]র স্বীকার হন।<ref name=Nolletti/>{{rp|86}}
 
==চলচ্চিত্রের তালিকা==