ব্লেয়ার হার্টল্যান্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্রথম-শ্রেণীর ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১১৪ নং লাইন:
ক্যান্টারবারির পক্ষে এগারো মৌসুমে ৮৩টি প্রথম-শ্রেণীর ও ৬৮টি লিস্ট এ খেলায় অংশ নেন। এছাড়াও, ঘরোয়া একদিনের খেলায় সর্বাধিকসংখ্যক রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। পরবর্তীতে [[ব্রেন্ডন ম্যাককুলাম]] তার এ রেকর্ড ভেঙ্গে ফেলেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে নয়টিমাত্র [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও ষোলোটি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশগ্রহণ করেছেন ব্লেয়ার হার্টল্যান্ড। ১৮ জানুয়ারি, ১৯৯২ তারিখে ক্রাইস্টচার্চে সফরকারী [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২ জুন, ১৯৯৪ তারিখে নটিংহামে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
[[English cricket team in New Zealand in 1991–92|১৯৯১]] সালে ইংল্যান্ড দল নিউজিল্যান্ড সফরে আসে। নিউজিল্যান্ড এমার্জিং প্লেয়ার্স দলের পক্ষে ব্যাটিং উদ্বোধনে নামেন। দুই ইনিংসে ৩৬ বল মোকাবেলা করে উভয় ইনিংসেই এক রান করে বিদেয় নেন তিনি।<ref>{{cite web | url=http://www.espncricinfo.com/series/16516/scorecard/360958/New-Zealand-Emerging-Players-vs-England-XI-Tour-Match-england-tour-of-new-zealand-1991-92/ | title=Tour Match, England tour of New Zealand at Hamilton, Jan 3-5 1992 Match Summary | publisher=ESPNCricinfo | accessdate=6 December 2017}}</ref> তাসত্ত্বেও, দুই সপ্তাহ পর নিজ শহর ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে [[নিউজিল্যান্ড ক্রিকেট|দল নির্বাচকমণ্ডলী]] তাকে নিউজিল্যান্ড দলের সদস্যরূপে অন্তর্ভূক্ত করে। এক বছর পূর্বে শ্রীলঙ্কা সফরে রক্ষণাত্মক খেলোয়াড় [[Trevor Franklinট্রেভর (cricketer)ফ্রাঙ্কলিন|ট্রেভর ফ্রাঙ্কলিনের]] স্থলাভিষিক্ত হন তিনি।<ref>http://www.cricinfo.com/link_to_database/ARCHIVE/1990-91/SL_IN_NZ/SL_NZ_T3_01-05MAR1991.html</ref>
 
তবে, হার্টল্যান্ডের অভিষেক পর্বটি নিউজিল্যান্ডের ফলাফলে প্রভাব বিস্তার করতে পারেনি। ব্যাটিংয়ে নেমে সফরকারীরা ৫৮০/৯ তুলে ইনিংস ঘোষণা করে। [[spin bowling|স্পিনার]] ফিল টাফনেল খেলায় এগারো উইকেট পান। তন্মধ্যে, হার্টল্যান্ড দুইবার তার বলে বিদেয় নেন। প্রথম ইনিংসে ২২ রান করেন। চতুর্থ দিন স্ট্যাম্প ফেলার পূর্বে তিনি ৪৫ রান সংগ্রহ করেন। দ্বিতীয় ইনিংসে তিনি [[ফিল টাফনেল|ফিল টাফনেলের]] ছয় উইকেট লাভে যুক্ত হন এবং ইংল্যান্ড দল ইনিংস ও চার রানে বিজয়ী হয়।<ref>{{cite web | url=http://www.espncricinfo.com/series/16516/scorecard/63571/New-Zealand-vs-England-1st-Test | title=1st Test, England tour of New Zealand at Christchurch, Jan 18-22 1992 Match Summary _ | publisher=ESPNCricinfo | accessdate=6 December 2017}}</ref><ref>https://cricketarchive.com/Archive/Scorecards/55/55357.html</ref>
 
দ্বিতীয় টেস্টেও তাকে রাখা হয়। [[শূন্য রান|জোড়া শূন্য]] রান করেন। খেলায় তার দল ১৬৮ রানে পরাজিত হয়। তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২ রান করেন। তবে, [[জন রাইট]] ও [[অ্যান্ড্রু জোন্স (ক্রিকেটার)|অ্যান্ড্রু জোন্সের]] মধ্যকার ২৪১ রানের জুটির কল্যাণে নিউজিল্যান্ড দল ৪৩২/৯ তুলে ইনিংস ঘোষণা করে।
 
ছয় ইনিংসের কোনটিতেই তিনি কোন অর্ধ-শতরানের ইনিংস খেলতে পারেননি। তাসত্ত্বেও, [[New Zealand cricket team in Zimbabwe in 1992–93|১৯৯২-৯৩]] মৌসুমে জিম্বাবুয়ে ও [[New Zealand cricket team in Sri Lanka in 1992–93|শ্রীলঙ্কা]] গমনার্থে তাকে নিউজিল্যান্ড দলের সদস্য করা হয়। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে তাকে খেলানো হয়নি। [[মার্ক গ্রেটব্যাচ]] ও [[রড ল্যাথাম|রড ল্যাথামকে]] ব্যাটিং উদ্বোধনে অগ্রাধিকার দেয়া হয়। ঐ সফরে একটিমাত্র ওডিআই খেলার সুযোগ হয় তার। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পাঁচ রান তুললেও তার দল চার উইকেটে জয়লাভ করেছিল।
 
গ্রেটব্যাচ ও ল্যাথামকে [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা]] সফরে মাঠের বাইরে রাখা হয়। রাইটের সাথে হার্টল্যান্ডকে ব্যাটিং উদ্বোধনে নামানো হয়। প্রথম ইনিংসে তিনি [[দিলীপ লিয়ানাগে|দিলীপ লিয়ানাগে’র]] বলে ৩ রানে বিদেয় নেন। পাঁচ অধিবেশন বাকী থাকতেই শ্রীলঙ্কা দল ৩৯ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে। দীর্ঘ চার ঘন্টা রাইটের সাথে উদ্বোধনী জুটিতে ১১০ রান তুলেন। এ পর্যায়ে তিনি তার প্রথম অর্ধ-শতরানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড দল ১৯৫/৫ তুললে খেলাটি ড্রয়ে পরিণত হয়।<ref>{{cite web | url=http://www.espncricinfo.com/series/16466/scorecard/63595/Sri-Lanka-vs-New-Zealand-1st-Test-new-zealand-in-sri-lanka-test-series/ | title=1st Test, New Zealand tour of Sri Lanka at Moratuwa, Nov 27-Dec 2 1992 | publisher=ESPNCricinfo | accessdate=6 December 2017}}</ref><ref>https://cricketarchive.com/Archive/Scorecards/56/56647.html</ref>
 
ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। নিকি নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির এমা ও তেসা নাম্নী দুই কন্যা এবং বেঞ্জামিন নামীয় পুত্র রয়েছে।