এলসা ল্যানচেস্টার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মৃত্যু
ব্যক্তিগত জীবন
২০ নং লাইন:
==কর্মজীবন==
ল্যানচেস্টার থ্রিলারধর্মী ''দ্য বিগ ক্লক'' (১৯৪৮) চলচ্চিত্রে একজন চিত্রশিল্পী চরিত্রে হাস্যরসাত্মক ভূমিকায় অভিনয় করেন। এতে লটন গণমাধ্যম ধনপতি চরিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি ''কাম টু দ্য স্টেবল'' (১৯৪৯) চলচ্চিত্রে যিশুর জন্মবিষয়ক চিত্রের চিত্রশিল্পী চরিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন। তিনি ''উইটনেস ফর দ্য প্রসিকিউশন'' (১৯৫৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)|সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগ গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন।
 
==ব্যক্তিগত জীবন==
ল্যানচেস্টার ১৯২৯ সালে অভিনেতা [[চার্লস লটন]]কে বিয়ে করেন।<ref>GRO Register of Marriages: MAR 1929 1a 986 ST MARTIN - Charles Laughton=Elsa Sullivan or Lanchester</ref>
 
ল্যানচেস্টার লটনের সাথে তার সম্পর্ক নিয়ে ''চার্লস লটন অ্যান্ড আই'' নামে একটি বই প্রকাশ করেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ''এলসা ল্যানচেস্টার হারসেলফ'' নামে একটি আত্মজীবনী প্রকাশ করেন। বইটিতে তিনি দাবী করেন তার ও লটনের কোন সন্তান ছিল না কারণ লটন সমকামী ছিলেন। তবে লটনের বান্ধবী ও সহশিল্পী [[মরিন ওহারা]] এই দম্পতির সন্তান না হওয়ার এই দাবী অস্বীকার করেন। তিনি দাবী করেন ল্যানচেস্টার তার কর্মজীবনের শুরুতে বারলেস্ক পরিবেশনের কারণে গর্ভপাত করেছিলেন, সে কারণে তারা নিঃসন্তান ছিলেন। ল্যানচেস্টারও পরবর্তীকালে তার আত্মজীবনীতে যৌবনে তার দুইবার গর্ভপাতের বিষয়টি উল্লেখ করেন। কিন্তু দ্বিতীয় গর্ভপাতের কারণে তিনি সন্তান ধারণে অক্ষম হয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়। তার জীবনীকার চার্লস হাইয়ামের ভাষ্য অনুসারে তার কোন সন্তান না থাকার কারণ হল তিনি কোন সন্তান চাননি।<ref>হাইয়াম, পৃষ্ঠা ২৭।</ref>
 
==মৃত্যু==