এলসা ল্যানচেস্টার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
প্রারম্ভিক জীবন
১৫ নং লাইন:
}}
'''এলসা সুলিভান ল্যানচেস্টার''' (২৮ অক্টোবর ১৯০২ - ২৬ ডিসেম্বর ১৯৮৬) ছিলেন একজন ইংরেজ অভিনেত্রী।<ref name="WVobit">"অবিচুয়ারি", ''[[ভ্যারাইটি (পত্রিকা)|ভ্যারাইটি]]'', ৩১ ডিসেম্বর ১৯৮৬।</ref> তিনি ''ব্রাইড অব ফ্রাঙ্কেস্টাইন'' (১৯৩৫) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি ১৯৪০ ও ১৯৫০-এর দশক জুড়ে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ''কাম টু দ্য স্টেবল'' (১৯৪৯) ও ''উইটনেস ফর দ্য প্রসিকিউশন'' (১৯৫৭) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং দ্বিতীয় চলচ্চিত্রটির জন্য [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র)|সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগ গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন। এই দুটি চলচ্চিত্রে তিনি [[চার্লস লটন]]ের সাথে অভিনয় করেন। ১৯৬২ সালে লটনের মৃত্যুর পরও ল্যানচেস্টারের অভিনয় জীবন সাময়িকভাবে থমকে যায় এবং তিনি পুনরায় ডিজনির ''ম্যারি পপিন্স'' (১৯৬৪), ''দ্যাট ডার্ন ক্যাট!'' (১৯৬৫) ও ''ব্ল্যাকবেয়ার্ড গোস্ট'' (১৯৬৮) চলচ্চিত্র দিয়ে অভিনয়ে ফিরে আসেন। তার অভিনীত ভীতিপ্রদ চলচ্চিত্র ''উইলার্ড'' (১৯৭১) বেশ সফল হয় এবং তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হল ''মার্ডার বাই ডেথ'' (১৯৭৬)।
 
==প্রারম্ভিক জীবন==
এলসা সুলিভান ল্যানচেস্টার লন্ডনের লুইশামে জন্মগ্রহণ করেন।<ref>GRO Register of Births: MAR 1903 1d 1194 LEWISHAM - Elsa Sullivan Lanchester.</ref> তার পিতা জেমস "শ্যামাস" সুলিভান (১৮৭২-১৯৪৫) এবং মাতা ইডিথ "বিডি" ল্যানচেস্টার (১৮৭১-১৯৬৬)। তারা দুজনেই নিজেদের বোহিমিয়ান বলে গণ্য করেন এবং সেই যুগের রক্ষণশীল সমাজের প্রথায় তাদের বিবাহবন্ধনকে আইনসিদ্ধ করতে অস্বীকৃতি জানান। ১৯৭০ সালে ডিক ক্যাভেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যানচেস্টার বলেন তার পিতামাতা দুজনেই সমাজবাদী ছিলেন। এলসার বড় ভাই ওয়ালডো সুলিভান ল্যানচেস্টার একজন পুতুলনাচ শিল্পী। উস্টারশায়ারের ম্যালভার্ন এবং পরবর্তীকালে স্ট্র‍্যাটফোর্ড-আপন-অ্যাভনে তার ম্যারিওনেট কোম্পানি ছিল।
 
==তথ্যসূত্র==