রক্তদান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faisal Hasan (আলোচনা | অবদান)
+
Faisal Hasan (আলোচনা | অবদান)
লিঙ্ক
১ নং লাইন:
[[Image:Blood donation at Fleet Week USA.jpg|thumb|রক্তদান]]
'''রক্তদান'''' হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের [[মুক্ত ইচ্ছা|স্বেচ্ছায়]] [[রক্ত]] দেবার প্রক্রিয়া। এই দান করা [[রক্ত]] [[পরিসঞ্চালন]] করা হয় অথবা [[অংশীকরণ|অংশীকরণের]] মাধ্যমে ঔষধে পরিণত করা হয়।
অথবা [[অংশীকরণ|অংশীকরণের]] মাধ্যমে ঔষধে পরিণত করা হয়।
 
উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরণের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বল অনুভব করেন।