রক্তদান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Faisal Hasan (আলোচনা | অবদান)
নতুন নিবন্ধের সূচনা
 
Faisal Hasan (আলোচনা | অবদান)
+
১ নং লাইন:
[[Image:Blood donation at Fleet Week USA.jpg|thumb|রক্তদান]]
'''রক্তদান'''' হল কোন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের [[মুক্ত ইচ্ছা|স্বেচ্ছায়]] রক্ত দেবার প্রক্রিয়া। এই দান রক্ত [[পরিসঞ্চালন]]
অথবা [[অংশীকরণ|অংশীকরণের]] মাধ্যমে ঔষধে পরিণত করা হয়।
 
উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতে এ ধরণের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম, বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশির ভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন, তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোন ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যত প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেখানে কালশিরে পড়ে, আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বল অনুভব করেন।
 
সম্ভাব্য রক্তদাতার রক্ত ব্যবহার যে সব কারণে ঝুঁকিপুর্ণ হতে পারে তার সবকিছুই পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে রক্তের মাধ্যমে ছড়ায় এমন রোগ (যেমন [[এইচআইভি]] ও [[ভাইরাল হেপাটাইটিস]]) এর পরীক্ষা অন্তর্ভুক্ত। রক্তদাতাকে তার [[চিকিৎসার ইতিহাস]] জিজ্ঞাসা করা হয় এবং তার একটি সংক্ষিপ্ত [[শারীরিক পরীক্ষা]] করা হয় তা নিশিত করার জন্যে যে রক্তদান তার শরীরের জন্যে ক্ষতিকর হবে না। একজন রক্তদাতা কতদিন পরপর রক্তদান করতে পারবেন তা নির্ভর করে তিনি কী দান করছেন তার ওপর এবং যে দেশে রক্তদান সম্পন্ন হচ্ছে সে দেশের আইনের ওপর।
 
গৃহীত রক্তের পরিমাণ ও পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সাধারণতঃ ৫০০ মিলিলিটার (অথবা প্রায় ১ ইউএস পাইন্ট)<ref name="Mayo">{{cite web|url= http://www.mayoclinic.com/health/blood-donation/GA00039|title=Blood donation: What to expect|publisher=Mayo Clinic|accessdate=2008-12-03}}</ref>[[সম্পূর্ণ রক্ত]] নেওয়া হয়। পরিসঞ্চালনে ব্যবহৃত বেশির ভাগ রক্ত উপাদনই অল্প আয়ু বিশিষ্ট, এবং এ কারণে অপরিবর্তিত সরবরাহ নিশ্চিত করা একটি সবসময়কার সমস্যা।
==রেফারেন্স==
<references/>
==আরও পড়ুন==
{{commons|রক্ত#রক্তদান|রক্তদান}}