জ্যানেট ম্যাকটির: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
ভূমিকা সম্প্রসারণ
১১ নং লাইন:
| spouse =
}}
'''জ্যানেট ম্যাকটির''' [[ওবিই]] (জন্ম ৫ আগস্ট ১৯৬১)<ref name=debretts>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.debretts.com/people-of-today/profile/84172/Janet-McTEER |শিরোনাম=Ms Janet McTeer, OBE |কর্ম=ডারব্রেট্‌স পিপল অব টুডে |সংগ্রহের-তারিখ=৫ আগস্ট ২০২০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160610133736/http://www.debretts.com/people-of-today/profile/84172/Janet-McTEER |আর্কাইভের-তারিখ=10 June 2016}}</ref><ref name=ChesterChron>{{cite news|url=http://www.chesterchronicle.co.uk/entertainment-chester/chester-cinema-film-tv/2009/01/19/janet-mcteer-a-tall-order-s-no-trouble-59067-22726391|publisher=[[চেস্টার ক্রনিকল]]|accessdate=৫ আগস্ট ২০২০|date=১৯ জানুয়ারি ২০০৯ |title=Janet McTeer: A tall order's no trouble|first=কেট |last=হুইটিং}}</ref><ref name=birth>''Births, Marriages, & Deaths Index of England & Wales, 1916–2005''; at ancestry.com</ref> হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি ১৯৯৭ সালে ''আ ডল্‌স হাউজ'' (১৯৯৬-১৯৯৭) মঞ্চনাটকে নোরা চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে [[টনি পুরস্কার]], [[লরন্স অলিভিয়ে পুরস্কার]] ও [[ড্রামা ডেস্ক পুরস্কার]] অর্জন করেন। তিনি ১৯৯৯ সালের ''[[টাম্বলউইডস (১৯৯৯-এর চলচ্চিত্র)|টাম্বলউইডস]]'' চলচ্চিত্রে অভিনয় করে [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র)|সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার]] অর্জন করেন ও [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং ২০১১ সালে ''[[অ্যালবার্তঅ্যালবার্ট নবস]]'' চলচ্চিত্রে অভিনয় করে [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন
 
ম্যাকটির ১৯৮৪ সালে পেশাদার মঞ্চে অভিনয় শুরু ক্রএন। তিনি ১৯৮৬ সালে ''দ্য গ্রেস অব ম্যারি ট্রেভার্স'' নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত বিভাগে লরন্স অলিভিয়ে পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অন্যান্য কাজগুলো হল লন্ডনে ''[[আঙ্কল ভানিয়া]]''-তে ইয়েলেনা, লন্ডন ও নিউ ইয়র্কে ''গড অব কার্নেজ''-এ ভেরোনিক ও ''ম্যারি স্টুয়ার্ট''-এ নাম ভূমিকায় অভিনয়। শেষোক্ত কাজের জন্য তিনি ২০০৯ সালে তার দ্বিতীয় [[ড্রামা ডেস্ক পুরস্কার]] অর্জন করেন। টেলিভিশনে তিনি লিন্ডা লা প্ল্যান্টের ''দ্য গভর্নর'' (১৯৯৫-১৯৯৬) ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করেন। তিনি ''ইনটু দ্য স্টর্ম'' (২০০৯)-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে [[প্রাইমটাইম এমি পুরস্কার]] ও [[গোল্ডেন গ্লোব পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং ''দ্য হোয়াইট কুইন'' (২০১৩)-এর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন করেন।
 
তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ''হাফ মুন স্ট্রিট'' (১৯৮৬), ''হকস'' (১৯৮৮), ''উদারিং হাইটস'' (১৯৯২), ''ক্যারিংটন'' (১৯৯৫), ''ভেলভেট গোল্ডমাইন'' (১৯৯৮), ''সংক্যাচার'' (২০০০), ''দি ইন্টেন্ডেড'' (২০০২), ''অ্যাজ ইউ লাইক ইট'' (২০০৬), ''টাইডল্যান্ড'' (২০০৫), ''ক্যাট রান'' (২০১১), ''দ্য ওম্যান ইন ব্ল্যাক'' (২০১২), ''ম্যালেফিসেন্ট'' (২০১৪), ''দ্য ডাইভারজেন্ট ধারাবাহিক'' (২০১৫-২০১৬) এবং ''[[মি বিফোর ইউ (চলচ্চিত্র)|মি বিফোর ইউ]]'' (২০১৬)।
 
==তথ্যসূত্র==