সাধু ভাষা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আলবি রেজা (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আলবি রেজা (আলোচনা | অবদান)
সম্প্রসারণ তবে অসম্পূর্ণ।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
{{কাজ চলছে}}
{{শিরোটীকা| এই নিবন্ধ সাধু-চলিত শব্দের পার্থক্যবিষয়ক কোনো শব্দকোষ নয়। প্রসঙ্গত শব্দভেদ আলোচিত হয়েছে।}}
সাধু ভাষা হলো [[বাংলা]] লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো [[চলিত]]। সাধু ভাষা অনেকটা [[ধ্রুপদী]] বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল। "সাধু" শব্দের এক অর্থ শিষ্ট, মার্জিত বা ভদ্ররীতি সঙ্গত। [[রামমোহন রায়|রাজা রামমোহন রায়]] তাঁর "বেদান্ত গ্রন্থ" রচনাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=বাংলা সাহিত্যের ইতিহাস|শেষাংশ=আলম|প্রথমাংশ=মাহবুবুল|বছর=|প্রকাশক=|অবস্থান=ঢাকা|পাতাসমূহ=৩৯১|আইএসবিএন=}}</ref> সাধু ভাষার সঙ্গে প্রমিত বা চলিত ভাষার মিশ্রণকে দূষণীয় গণ্য করা হয়। লেখার সময় যেকোনো একটি রীতিকে গ্রহণ করা বাঞ্ছনীয়। নচেতনচেৎ একে "গুরুচণ্ডালী" দোষে দুষ্ট আখ্যা দেওয়া হয়। তবে কবিতার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়।
{{Infobox language
| name = সাধু ভাষা
২৮ নং লাইন:
 
==পদপ্রকরণ==
সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মূল পার্থক্য হয় [[সর্বনাম]] ও [[ক্রিয়াপদ|ক্রিয়াপদে]]। এছাড়াও বিশেষ্য পদের পার্থক্যও লক্ষণীয়। প্রমিত বা চলিত বাংলায় বিশেষ্য পদ অধিকাংশ ক্ষেত্রে [[তদ্ভব]] হয় কিন্তু সাধু ভাষায় অধিকাংশ ক্ষেত্রে তা [[তৎসম]] বা সংস্কৃত উৎসজাত হয়ে থাকে। তবে এ ভাষায় অসংস্কৃত বা বিদেশি শব্দ যে একেবারেই প্রবেশ করতে পারে না এমন নয়। কখনো কখনো সাধু রীতিতে লিখিত রচনায় অনায়াসে আরবি-ফারসি শব্দ ব্যবহৃত হয়েছে।
 
===ক্রিয়াপদ===
১৮২ নং লাইন:
|ভাবিতে
|ভাবতে
|-
|}
 
১৮৯ ⟶ ১৯০ নং লাইন:
{| class="wikitable"
|-
| colspan=2 style="background:#B9B9B9" | সর্বনাম
| colspan=2 style="background:#B9B9B9" | বিশেষ্য
| colspan=2 style="background:#B9B9B9"| অব্যয়
|-
!width=25%| সাধু
!width=25%| চলিত
!width=25%|সাধু
!width=25%| চলিত
!width=25%|সাধু
!width=25%| চলিত
|-
| তাহার
| তার
| হস্ত
| হাত
| অদ্য
| আজ
|-
| তাহাদের
| তাদের
| কর্ণ
| কান
| কল্য
| কাল
|-
| তাহারা
| তারা
| নাসিকা
| নাক
| অদ্যাপি
| আজও
|-
| তাহাকে
| তাকে
| ওষ্ঠ
| ঠোঁট
| কদাচ, কদাচিৎ
| কখনো
|-
| ইহারা
| এরা
| কফোণি
| কনুই
| তথাপি
| তবুও
|-
| ইহাদের,ইহাদিগের
| এদের
| ‌ মণিবন্ধ
|‌‌ কবজি
| নচেৎ,নতুবা
| নইলে,নাহলে
|-
| উহারা
| ওরা
| ঘৃত
| ঘি
| প্রায়শ,প্রায়শঃ
| প্রায়ই
|-
| উহাদের,উহাদিগের
| ওদের
| ব্যাঘ্র
| বাঘ
| যদ্যপি
| যদিও
|-
| যাহা
| যা
| শৃগাল
| শেয়াল
| অত্র
| এখানে
|-
| তাহা
| তা
| হস্তী
| হাতি
| কিঞ্চিৎ
| কিছু, কিছুটা, কিঞ্চিৎ
|-
| যাহাদের
| যাদের
| পক্ষী
| পাখি
| ইত্যবসরে
| এই সুযোগে
|-
| কাহাদের
| কাকে
| মৎস্য
| মাছ
| ইত্যবকাশে
| এই সুযোগে
|-
| কেহ
| কেউ
| অগ্নি
| আগুন
| কিয়দংশ
| কিছু অংশ
|}